সোমবার ● ২৭ জুন ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছা ভোলানাথ সুখদা সুন্দরী ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতার সদস্য পদের মনোনয়ন বাতিল করায় এলাকায় ব্যাপাক ক্ষোভ
পাইকগাছা ভোলানাথ সুখদা সুন্দরী ম্যানেজিং কমিটির প্রতিষ্ঠাতার সদস্য পদের মনোনয়ন বাতিল করায় এলাকায় ব্যাপাক ক্ষোভ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছার ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি গঠনের নির্বাচনী তফশীলে প্রতিষ্ঠাতার সদস্য পদ হতে যাচাই বাছাই এ গৌতম চন্দ্র ঘোষের নাম বাদ দেওয়ায় এলাকায় ব্যাপক ক্ষভের সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে গৌতম চন্দ্র ঘোষ বিধি মতাবেক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে তাকে অন্তভক্ত ও পুনঃতফশীল করে নির্বাচন সম্পন্ন করার জন্য উপজেলা নির্বাহী অফিসারের বরাবর আবেদন করেছে। জানাযায়, ২৩ জুন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মনোনয়ন পত্র যাচাই বাছাইয়ে প্রতিষ্ঠতা সদস্য হিসাবে মনোনয়ন গ্রহণ কারী গৌতম চন্দ্র ঘোষের মনোনয়ন পত্র বাতিল করা হয়। উল্লেখ্য উক্ত প্রতিষ্ঠাতার সদস্য পদে ইতোপূর্বে গৌতম চন্দ্র ঘোষ ৩ বার ম্যানেজিং কমিটির দায়িত্ব পালন করেছে। বিদ্যালয়ের অভিভাবক আমজাদ হোসেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে গৌতম চন্দ্র ঘোষের প্রতিষ্ঠাতার সদস্য হতে পারবে না এই মর্মে একটি অভিযোগ প্রিজাইডিং অফিসার এর বরাবর অভিযোগ করে। অভিযোগের ভিত্তিতে গৌতম চন্দ্র ঘোষের প্রতিষ্ঠাতার সদস্য মনোনয়ন পত্র বাতিল করা হয়। জানাযায় গৌতম চন্দ্র ঘোষের পিতা বৈদ্যনাথ ঘোষ ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয় প্রতিষ্ঠাতা এবং উক্ত স্কুলে তিনি প্রায় বর্তমানে কয়েক কোটি টাকার সম্পত্তি দান করেছেন। ইতিপূর্বে গৌতম চন্দ্র ঘোষের প্রতিষ্ঠাতা সদস্য পদ নিয়ে কারো কোন আপত্তি ছিলো না। তবে এরাব গৌতম চন্দ্র ঘোষ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি পদের প্রার্থী হওয়ার ইচ্ছা প্রশন করায় একটি মহল ষড়যন্ত্র লিপ্ত হয়েছে বলে অভিযোগ উঠেছে। এ ব্যাপারে প্রিজাইডিং অফিসার ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ জয়নুল আবেদীন জানান, বিধি মতাবেক স্কুল কমিটিতে গৌতম চন্দ্র ঘোষ দাতা সদস্য হিসাবে থাকবেন। বিদ্যালয় কর্তৃপক্ষে অজ্ঞতা কারণে এই জটিলতা সৃষ্টি হয়েছে। এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার নাহিদ-উল-মোস্তাক গৌতম চন্দ্র ঘোষের আবেদনটি বিধি মতাবেক প্রয়োজনী পদক্ষেপ নেওয়ার জন্য প্রিজাইডিং অফিসারকে নির্দেশনা দিয়েছেন। এ ব্যাপারে স্কুলের প্রতিষ্ঠাতা বৈদ্যনাথের পুত্র গৌতম চন্দ্র ঘোষ জানান, আমি বিদ্যালয়ে বিগত ৭ বছর যাবৎ প্রতিষ্ঠাতার সদস্য হিসাবে দায়িত্ব পালন করে আসছি। বিদ্যালয়ের ম্যনেজিং কমিটিতে উক্ত পদ থাকায় আমি মনোনয়ন গ্রহণ করি। আমি যদি প্রতিষ্ঠাতার সদস্য হতে না পারি তবে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিতে দাতার সদস্য পদে নির্বাচন করতে পারি তার দাবী জানিয়ে আমি নির্বাহী অফিসারের সুবিচার প্রার্থনা করে আবেদন করেছি।