মঙ্গলবার ● ২৮ জুন ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় লোড শেডিং এর প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
পাইকগাছায় লোড শেডিং এর প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ মিছিল
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় লোড শেডিং এর প্রতিবাদে নাগরিক কমিটির প্রতিবাদ সভার পর বিক্ষোভ মিছিল করেছে বিক্ষুদ্ধ এলাকাবাসী। উল্লেখ্য পল্লী বিদ্যুতের ভয়াবহ লোড শেডিং এ অতিষ্ঠ হয়ে ওঠে পাইকগাছা-কয়রার ৩০ হাজার গ্রাহক। স্থুবীর হয়ে পড়ে দৈনন্দীন কার্যক্রম। এর প্রতিবাদে সোমবার সকালে প্রতিবাদ সভা করে নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহের দাবী জানায় পাইকগাছা নাগরিক কমিটি। নাগরিক কমিটির প্রতিবাদ সভার পর রাত ১০ টার দিকে আবারও লোড শেডিং এর কবলে পড়েন এলাকাবাসী। এতে অতিষ্ঠ হয়ে তাৎক্ষণিক ভাবেই বিক্ষুদ্ধ এলাকাবাসী রাত ১০টায় নিরবিচ্ছিন্ন বিদ্যুতের দাবীতে বিক্ষোভ মিছিল করে পৌর সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। এদিকে আজ বুধবার সকাল ১১ টায় বাজার চৌ-রাস্তা মোড়ে মানববন্ধন আহবান করেছে পাইকগাছা নাগরিক কমিটি। এলাকার সকলের এখন একটাই দাবী পল্লী বিদ্যুৎ সমিতির রিজিওনাল অফিসের ডিজিএম বদরুল আনামকে অবিলম্বে অপসারণ করতে হবে এবং নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ করতে হবে।