শনিবার ● ৩০ মার্চ ২০২৪
প্রথম পাতা » খেলা » নড়াইলে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত
নড়াইলে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে টেবিল টেনিস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শনিবার (৩০ মার্চ) দুপুরে শহরের টেবিল টেনিস কমপ্লেক্সে এ খেলা অনুষ্ঠিত হয়।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস।
বিশেষ অতিথি ছিলেন-নড়াইল পৌরসভার মেয়র আঞ্জুমান আরা, জেলা ক্রীড়া সংস্থার টেবিল টেনিস উপ-পরিষদের সভাপতি গিয়াসউদ্দিন খান ডালু, সম্পাদক কে এম তৌহিদুল ইসলাম। এছাড়া টেবিল টেনিস কোচ দাহির সুলতান বিপ্লব, মেহেদী হাসান, খোরশেদ তৌহিদ কোহেলসহ ক্রীড়া অনুরাগীরা উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ পর্যায়ের ৬০ জন খেলোয়াড় অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিবৃন্দ।
প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস বলেন, টেবিল টেনিসের রাজধানী হিসেবে খ্যাত নড়াইলে এ ধরণের টুর্নামেন্ট খেলোয়াড়দেরকে আরো বেশি অনুপ্রাণিত করবে। তরুণ ও যুব সমাজকে মাদকসহ বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড থেকে মুক্ত রেখে সুস্থ-সুন্দর সমাজ গঠনে বলিষ্ঠ ভূমিকা রাখবে।
ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচির আওতায় (২০২৩-২০২৪) ‘মহান স্বাধীনতা ও জাতীয় দিবস’ উপলক্ষে এ টেবিল টেনিস প্রতিযোগিতার আয়োজন করা হয়।