রবিবার ● ৩১ মার্চ ২০২৪
প্রথম পাতা » স্বাস্থ্যকথা » আশাশুনিতে কমিউনিটি হেল্থ ইমপ্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
আশাশুনিতে কমিউনিটি হেল্থ ইমপ্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত
আশাশুনি : আশাশুনিতে কমিউনিটি লেড এপ্রোচ ফর এডাপটেশন এন্ড রেজিলিয়েন্স এগেইনেস্ট দ্যা হেল্থ ইমপ্যাক্ট অফ ক্লাইমেট চেঞ্জ প্রকল্পের অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার বেলা ১১ টায় অফিসার্স ক্লাব মিলনায়তনে সভায় সভাপতিত্ব করেন প্রকল্প সমন্বয়কারী মনিরুজ্জামান জমাদ্দার। প্রজেক্ট অফিসার আলামিন মোল্লার সঞ্চারনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মু. রনি আলম নুর। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান অসীম বরণ চক্রবর্তী ও মোসলেমা খাতুন মিলি, কৃষি অফিসার এস এম ইনামুল ইসলাম, সমাজসেবা অফিসার রফিকুল ইসলাম, মাধ্যমিক শিক্ষা অফিসার আতিয়ার রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা এসএম আজিজুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা সাইদুর ইসলাম, সরকারি পরিবার পরিকল্পনা কর্মকর্তা মশিউর রহমান, নাগরিক কমিটির সভাপতি মোল্লা রফিকুল ইসলাম, সাধারণ সম্পাদক ইয়াহিয়া ইকবাল, সিপিপি উপজেলা লিডার আব্দুল জলিল ও ইউনিয়ন লিডার খুরশিদ আলম, প্রকল্পের প্রজেক্ট অফিসার পার্থ কুমার দে, সরকারি গবেষক নিবরাজ বাহার, সিএফ রহিমা খাতুন, আরিফুজ্জান শিমুল ও তানভীর রহমান রাজ সহ বিভিন্ন এলাকা থেকে অংশগ্রহনকারি উপকারভোগী ও গন্যমান্যব্যক্তিবর্গ। অবহিতকরণ সবাই ভৌগোলিক কারণে বাংলাদেশের বন্যা, ঘূর্ণিঝড় ও খরাসহ বিভিন্ন ধরনের মারাত্মক দুর্যোগের ঝুঁকি বিশেষভাবে পরিলক্ষিত হওয়ায় জলবায়ু পরিবর্তনে প্রকল্পের উদ্দেশ্য, প্রকল্পের কার্যক্রম এলাকা, প্রকল্পের সময়কাল, প্রকল্পের মূল কার্যক্রম, উপকারভোগীর সংখ্যা, প্রকল্পের ফলাফল সহ জলবায়ু পরিবর্তনে এলাকায় দূর্যোগ পূর্ববর্তি ও পরবর্তি কার্যক্রম বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।