সোমবার ● ৮ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » অপরাধ » কয়রার ৩ হরিণ শিকারী আটক
কয়রার ৩ হরিণ শিকারী আটক
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনা ;সুন্দরবন খুলনা রেঞ্জের কাশিয়াবাদ স্টেশনের অধিনস্থ রাজিয়ার ভারানী এলাকায় অভিযান চালিয়ে ৩ জন হরিণ শিকারীকে আটক করেছে বন বিভাগ। এ সময় তাদের নিকট থেকে ৩ শ মিটার হরিণ ধরার ফাঁদ, ১ টি নৌকা সহ অন্যান্য সরঞ্জামাদী উদ্ধার করা হয়।
জানা গেছে রবিবার রাত ২ টার দিকে কাশিয়াবাদ স্টেশন কর্মকর্তা নির্মল কুমার মন্ডলের নেতৃত্বে অভিযান চালিয়ে তাদেরকে আটক করা হয়। আটকৃত হরিণ শিকারীরা হলেন, উপজেলার জোড়শিং গ্রামের রাসেল গাজী(২৫), রায়হান ইসলাম(২৪) ও বিনাপানী গ্রামের ওবাইদুল্যাহ ফকির(২২)।
খুলনা রেঞ্জের সহকারি বন সংরক্ষক (এসিএফ) এজেডএম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে বন্যপ্রানী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। আটকৃত ৩ হরিণ শিকারীকে কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।