বুধবার ● ১০ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » পরিবেশ » পাইকগাছায় বনবিবি’র পাখি সংরক্ষণে গাছে পাখির বাসা স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন মেজর (অব:) মেজবাহুল ইসলাম
পাইকগাছায় বনবিবি’র পাখি সংরক্ষণে গাছে পাখির বাসা স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন মেজর (অব:) মেজবাহুল ইসলাম
পাইকগাছায় বনবিবি’র পাখি সংরক্ষণে গাছে পাখির বাসা স্থাপন কার্যক্রম পরিদর্শন করেছেন মেজর (অব:) মো: মেজবাহুল ইসলাম। ১০ এপ্রিল বুধবার সকাল ১১টায় তিনি পাইকগাছার নতুন বাজার, ভোলানাথ সুখদা সুন্দরী মাধ্যমিক বিদ্যালয়, বাজার খোলা, বোয়ালিয়া মোড় এলাকার বিভিন্ন গাছে পাখির বাসা স্থাপন কার্যক্রম পরিদর্শন করেন।এরপরে নতুন বাজারের পাশে পাখি সংরক্ষণে গণসচেতনতামূলক মাঠসভা ও গাছে পাখির বাসা স্থাপন কার্যক্রম উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মেজর (অব:) মো: মেজবাহুল ইসলাম ।
স্থানীয় পরিবেশবাদী স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি’র উদ্যেগে পাখি বাসার জন্য গাছে মাটির পাত্র স্থাপন ও সচেতনতামূলক মাঠ সভায় সভাপতিত্ব করেন, বনবিবি’র সভাপতি সাংবাদিক ও লেখক প্রকাশ ঘোষ বিধান। মাঠসভায় বিশেষ অতিথি ছিলেন, ঢাকা জনতা ব্যাংক এর সিনিয়র প্রিন্সিপাল অফিসার ইকবাল হোসেন। এসময উপস্থিত ছিলেন, আলতাফ হোসেন, আব্দুল লতিফ সানা, সোহেল আহম্মেদ,নুরুন্নবী, তামিম রায়হান, রাসেল, পরিবেশ কর্মি আব্দুল বারিক, দিবাশিস সাধু প্রমুখ।
উল্লেখ্য, পাখি বাঁচাও, প্রকৃতি বাঁচাও এ শ্লোগানকে সামনে রেখে পাখির নিরাপদ আবাসস্থল নিশ্চিতের লক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন বনবিবি উপজেলায় ২০১৬ সাল থেকে কাজ করে যাচ্ছে।পাখির অভয়ারণ্য তৈরির লক্ষে পাখির সুরক্ষা, নিরাপদ আবাসস্থল নিশ্চিতের জন্য উপজেলায় বিভিন্ন ইউনিয়ানে গাছে গাছে পাখির বাসার জন্য মাটির পাত্র, ঝুড়ি, সচেতনতামূলক লিফলেট বিতারণ, উদ্বুদ্ধকরণ সভা ও বিলবোর্ড স্থাপন কার্যক্রম অব্যহত রয়েছে। বক্তারা মাঠ সভায় পরিবেশ সুরক্ষায় পাখির নিরাপদ বিচারণক্ষেত্র তৈরি করতে সকলকে সহযোগীতা করার আহবান জানান।