রবিবার ● ২১ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন
পাইকগাছায় ৩ দিনব্যাপী ক্লাইমেট-স্মার্ট কৃষি প্রযুক্তি মেলা শুরু হয়েছে। বরিবার সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত ৩ দিন ব্যাপী ক্লাইমেট- স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধনী করেন অনুষ্ঠানে প্রধান অতিথি খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান।
উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে মেলার উদ্বোধনী সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ অসীম কুমার দাশ। বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, সহাকারী কমিশনার ( ভূমি) ইফতেখার ইসলাম শামিম, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান লিপিকা ঢালী, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ওসি মোঃ ওবাইদুর রহমান, ইউপি চেয়ারম্যান কওসার আলী জোযাদ্দার ও কেএম আরিফুর জামান তুহিন। উপ-সহকারী কৃষি কর্মকর্তা শেখ তোফায়েল আহমেদ তুহিনের সঞ্চালনায় বক্তৃতা করেন, কৃষক তৌহিদুল ইসলামসহ অনেকে। এ সময় সরকারী দপ্তরের কর্মকর্তারা সহ বিভিন্ন শ্রেনী পেষার মানুষ উপস্থিত ছিলেন।