শুক্রবার ● ২৬ এপ্রিল ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » মাগুরা সদর উপজেলা নির্বাচন; গরমের কারণে প্রচার-প্রচারণায় ভাটা
মাগুরা সদর উপজেলা নির্বাচন; গরমের কারণে প্রচার-প্রচারণায় ভাটা
মাগুরা প্রতিনিধি : আগামী ৮ মে মাগুরা সদর উপজেলার নির্বাচন । এ নির্বাচনকে সামনে রেখে ইতিমধ্যে গত ২৩ এপ্রিল সদরের ১২ প্রার্থীও মধ্যে প্রতীক বরাদ্দ করা হয়েছে । এ মধ্যে চেয়ারম্যান পদে ৫ জন,ভাইস চেয়ারম্যান পদে ৪ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন । প্রতীক পেয়ে প্রাথীরা শহরের বিভিন্ন স্থানে ইতিমধ্যে পোষ্টার টানিয়েছেন । শহরের এমআররোড,সৈয়দ আতর আলী রোড,কেশব মোড়,নতুন বাজার,জামরুলতলা,ঢাকা রোড,ভায়না মোড় ও আছাদুজ্জামান সড়কে পোষ্টারে পোষ্টারে ছেয়ে গেছে । নির্বাচনী বিধি মোতাবেক শহরে ২টার চলছে মাইকিং । পাড়া-মহল্লা,রাস্তা-ঘাট,হাট-বাজারসহ সদরের বিভিন্ন ইউনিয়নে চলছে প্রার্থীও মাইকিং । তীব্র গরমের কারণে অনেক প্রার্থী ঠিকমতো গণ সংযোগ করতে পারছেন । সকাল থেকে রাত অবদি পর্যন্ত চলছে তাহদাহ । আর এ তাপদাহের কারণে প্রচার ও গণ সংযোগে চলছে ভাটা । তীব্র এ গরমের কারণে অনেক প্রাথীর পক্ষে বিভিন্ন এলাকায়,পাড়া,মহল্লায় কেউই বের হতে চাইছেন না । তবুও অনেক প্রার্থী গরম উপেক্ষা করে চালাচ্ছেন গণ সংযোগ ।
ভাইস চেয়ারম্যান প্রার্থী আপেল মাহমুদ জানান,প্রতীক বরাদ্দের পর থেকেই আমি নিজ এলাকায় কাজ শুরু করেছি । এখন খুবই গরম পড়ছে তাই কাজ করতে কষ্ট হচ্ছে । তবুও আমার লোকজন গরম অপেক্ষা করে পাড়া-মহল্লাসহ বিভিন্ন এলাকায় কাজ করছে । এ তাপপ্রবাহ যদি বাড়ইে থাকে তবে আমাদের প্রচার-প্রচারনায় ভাটা পড়বে । গরমের কারণে আমরা এখন খুব সকালে বের হচ্ছি । আবার বিকালে তাপপ্রবাহ কমে গেলে কাজ শুরু করছি ।
মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার রোজী জানান,গরম বেড়ে যাওয়ার কারণে আমার লোকজন বের হতে পারছে না । গরম অপেক্ষা করে খুব সকালে ও রাতে বের হচ্ছি । এভাবে চলতে থাকলে নির্বাচন পর্যন্ত কাজ করতে সমস্যা হবে ।
পৌরসভার ৯নং ওয়ার্ডের ভোটার নাজমুন নাহার রতœা জানান, শুনছি আগামী ৮মে সদর উপজেলার ভোট । এ ভোটে আমি একজন ভোটার হিসাবে ভোট প্রদান করবো । কিন্তু এখন পর্যন্ত কোন প্রার্থী আমার বাড়িতে আসেছি ভোট চাইতে । ভোট আমার নাগরিক অধিকার তাই এবার দেখে শুনে যোগ্য প্রাথীতে ভোট দেব ।
পৌরসভার পারনান্দুয়ালী এলাকার ৫ নং ওয়ার্ডের ভোটার কলেজ শিক্ষক আবু সেলিম জানান,প্রার্থীদের মাইকিং তেমন শোনা যাচ্ছে না । কোন প্রার্থী এখন পর্যন্ত ভোট প্রার্থনা করতে বাড়ি আসেনি । এ সদও উপজেলার ভোট গরমের কারণে প্রচার-প্রচারণায় ভাটা পড়েছে । গরমের কারণে কোন প্রার্থীও পক্ষে কেউ বর হচ্ছে না ।
পৌরসভার ৮ নং ওয়ার্ডের ভোটার মুজাহিদ বলেন,আমার বাড়ি শিবরামপুর গ্রামে । এ গ্রামে অনেক ভোটার রয়েছে । একজন মহিলা প্রার্থী ভোট চাইতে এসেছিল । তারপর আর কোন প্রার্থী এখন পর্যন্ত আসেনি । ভোট আমার নাগরিক অধিকার । গরমের কারণে সম্ভবত কোন প্রার্থী ভোট চাইতে বের হচ্ছে না । গরমের কারণে প্রার্থীদেও গণ সংযোগ কমে যাচ্ছে ।