শনিবার ● ১১ মে ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
পাইকগাছায় চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন ওয়ার্কশপ অনুষ্ঠিত
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, গবেষক, মৎস্য অধিদপ্তর, বিএফআরআই ও চিংড়ি চাষে ইনপুট সাপ্লায়ার কোম্পানির প্রতিনিধি এবং চিংড়ি খামারিদের অংশগ্রহণে পাইকগাছায় স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক স্টেকহোল্ডার কনসালটেশন কর্মশালা শনিবার সকালে সকাল ১০ ঘটিকায় বিএফআরআই, পাইকগাছা লোনাপানি কেন্দ্রের অডিটোরিয়ামে ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান বিভাগের এ্যাকুয়াটিক এ্যানিমাল হেলথ গ্রুপের আয়োজনে অনুষ্ঠিত হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়, মৎস্যবিজ্ঞান বিভাগের সম্মানিত অধ্যাপক ও প্রকল্পের প্রধান গবেষক ড. মোহাম্মদ শামসুর রহমান এর সভাপতিত্বে উক্ত কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট পাইকগাছা লোনাপানি কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মোঃ লতিফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য অধিদপ্তরের প্রতিনিধি সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক। উপস্থিত ছিলেন, প্রকল্পের সহযোগী গবেষক ঢাবি মৎস্য বিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. মোস্তাভি ইনান ঈষিক। রিসোর্স পার্সন হিসেবে উপস্থিত ছিলেন ঢাবি মৎস্য বিজ্ঞান বিভাগের প্রভাষক শাওন আহম্মেদ। এছাড়াও, খুলনা, সাতক্ষীরা এবং বাগেরহাট জেলার চিংড়ি খামারের প্রতিনিধিগন এবং চিংড়ি চাষে ইনপুট সাপ্লায়ার কয়েকটি কোম্পানির প্রতিনিধিগণ উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন। কর্মশালার শুরুতে প্রকল্পের পিআই প্রজেক্টের লক্ষ্য, উদ্দেশ্য ও চলমান কার্যক্রম সম্পর্কে উপস্থিত সবাইকে অবহিত করেন। পরবর্তীতে ওয়ার্কশপের অন্যতম প্রধান অংশ চিংড়ি খামারের প্রতিনিধিদের সাথে একটি উন্মুক্ত আলোচনা করা হয়। উক্ত আলোচনায় প্রতিনিধিদের মাধ্যমে চিংড়ি খামার পরিচালনায় উদ্ভুত সমস্যাসমুহ বিশেষত সংক্রামক রোগজনিত সম্যসা ও এর প্রতিকার এর বিষয় উঠে আসে। উল্লেখ্য যে, উক্ত প্রকল্পের মাধ্যমে চিংড়ি চাষের রোগ প্রতিকারের জন্য “চিংড়ির স্বাস্থ্য ব্যবস্থাপনা শীর্ষক ম্যানুয়াল” তৈরি করা হবে যা চিংড়ির রোগ নিরাময়ে কার্যকর ভুমিকা রাখবে বলে সবাই আশাবাদ ব্যক্ত করেন।