বুধবার ● ২৯ মে ২০২৪
প্রথম পাতা » উপকূল » পাইকগাছায় রেমালের তান্ডবে দেলুটির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র
পাইকগাছায় রেমালের তান্ডবে দেলুটির ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র
পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ভাঙ্গন কবলিত দেলুটী ইউনিয়নের তেলিখালী এলাকা পরিদর্শন করেছেন ভূমি প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র। উপকূলীয় খুলনার পাইকগাছায় ঘূর্ণিঝড় রেমালের তান্ডবে ক্ষতিগ্রস্থ এলাকা পরিদর্শনকালে ভূমিমন্ত্রী নারায়ন চন্দ চন্দ্র-এমপি বলেছেন, সরকার জরুরী ভিত্তিতে পাউবো’র বেড়িবাঁধ মেরামত করে ভাঙন কবলিত মানুষের জলবন্ধি জীবনের অবসান ঘটাবে। তিনি বুধবার দুপুরে উপজেলার দ্বীপবেষ্ঠিত দেলুটী ইউনিয়নের তেলিখালীতে ভদ্রা নদীর ভয়াবহ ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে ফুলবাড়ী বাজারে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। তিনি বলেন, প্রধানমন্ত্রীর শেখ হাসিনা প্রতিনিয়ত দুর্যোগ কবলিত এলাকার মানুষের দুঃখ-কষ্টের খবর রাখছেন। তারই ছালাম পৌছে দিতে আজ আপনাদের কাছে এসেছি। তিনি প্রধানমন্ত্রী পক্ষ থেকে ক্ষতিগ্রস্থ মানুষের পর্যাপ্ত ত্রান সামগ্রী, সুপেয় পানিসহ সব ধরনের সহযোগিতার আশ্বাস দিয়েছেন। মন্ত্রী তেলিখালীতে পুর্ব থেকে ভাঙনে ক্ষতিগ্রস্থ বাঁধ সংস্কারে ভূমি অধিগ্রহনে জটিলতা ও সংশ্লিষ্ট মন্ত্রনালয়ের কর্মকর্তাদের গাফিলতির কথা প্রসঙ্গ তুলে ধরে সমালোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীনের সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন খুলনা-৬ আসনের সংসদ সদস্য মোঃ রশীদুজ্জামান, উপজেলা চেয়ারম্যান আনোয়ার ইকবাল মন্টু, অতিরিক্ত জেলা প্রশাসক পিতান কুমার মন্ডল, অতিরিক্ত পুলিশ সুপার শুসান্ত কুমার সরকার এ সময় উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার ইকবাল মন্টু, ডুমুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহাম্মদ আল-আমিন, সহকারী ভূমি মোঃ ইফতেখারুল ইসলাম, পাইকগাছা থানা অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ ইমরুল কায়েস, উপজেলা প্রকৌশলী শাফিন শোয়েব, কৃষি কর্মকর্তা অসীম কুমার দাশ, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি নির্মল চন্দ্র মন্ডল, ইউপি ইউপি চেয়ারম্যান রিপন কুমার মন্ডল, দ্বিজেন্দ্রনাথ মন্ডল, মোঃ সিরাজুল ইসলাম উপস্থিত ছিলেন। ভূমিমন্ত্রী নারায়ণ চন্দ্র পানি বন্ধী অসহায় মানুষের মাঝে ত্রান বিতরণ করেন।