রবিবার ● ২ জুন ২০২৪
প্রথম পাতা » পরিবেশ » মাগুরায় তাৎক্ষণিক উদ্যোগে বেঁচে গেল বিলুপ্তপ্রায় ঈগল পাখির বাচ্চাটি
মাগুরায় তাৎক্ষণিক উদ্যোগে বেঁচে গেল বিলুপ্তপ্রায় ঈগল পাখির বাচ্চাটি
মাগুরা প্রতিনিধি : মাগুরার জেলা প্রশাসক এর তাৎক্ষণিক উদ্যোগে বেঁচে গেল বিলুপ্তপ্রায় প্রজাতির ঈগল পাখির বাচ্চাটি। শনিবার দুপুরে মাগুরা সদরের দারিয়াপুর গ্রামে জীবন ঘোষের বাগানের একটি দেবদারু গাছের নিচে পাখিটিকে কুড়িয়ে পায় আবুল হোসেন নামে এক ব্যক্তি। এ সময় কয়েকজন উৎসাহী যুবক পাখিটির ছবি ভিডিও করে সাংবাদিকদের পাঠান। এ সময় উৎসাহী জনতা পাখিটিকে এক নজর দেখতে ভিড় জমায়। তারা পাখিটিকে বিভিন্ন ধরনের খাবার খাওয়ানোর চেষ্টা করেন। কেউ কেউ পাখিটিকে বাড়ি নিয়ে গিয়ে খাচায় বন্দি করার পরিকল্পনা করেন। ছুটির দিনের কারণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারছিলেন না স্থানীয়রা। বিষয়টি মাগুরার জেলা প্রশাসকে জানানো হলে তিনি সাথে সাথে বিলুপ্তপ্রায় ঈগল পাখির বাচ্চাটি উদ্ধারের জন্য বন বিভাগকে নির্দেশ দেন। তার নির্দেশে বন সংরক্ষক এর কার্যালয় থেকে একটি টিম ঘটনাস্থলে যান। তারা ঈগল পাখির বাচ্চাটিকে উদ্ধার করে স্থানীয়দের সহযোগিতায় উঁচু দেবদারু গাছের মাথায় পাখির বাসায় ফিরিয়ে দেয়ার ব্যবস্থা করেন। এ প্রসঙ্গে মাগুরা-ঝিনাইদহ অঞ্চলের সহকারী বন সংরক্ষক খন্দকার মোঃ গিয়াস উদ্দিন জানান - মাগুরার জেলা প্রশাসক মহোদয়ের মাধ্যমে খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বন বিভাগের কর্মকর্তারা ঈগল প্রজাতির এই বিলুপ্তপ্রায় পাখির বাচ্চাটি উদ্ধার করে। সাম্প্রতিক ঝড়ে পাখির বাসাটি ক্ষতিগ্রস্ত হয়ে বাচ্চাটি নিচে পড়ে যেতে পারে বলে ধারণা করছেন তিনি । এলাকাবাসীর সহযোগিতায় পাখিটিকে তার বাসায় নিরাপদে ফেরত দেয়া হয়েছে। তবে বাচ্চাটি সুস্থ আছে। মাগুরার অতিরিক্ত জেলা প্রশাসক মো: আব্দুল কাদের বলেন - বিলুপ্তপ্রায় পাখিটির খবর পেয়ে জেলা প্রশাসক মোহাম্মদ আবু নাসের বেগ এর নির্দেশে বন্ধু বিভাগের কর্মচারীদের মাধ্যমে পাখিটিকে নিরাপদ স্থানে ফেরত দেয়া হয়েছে। প্রাণ প্রকৃতির সুরক্ষায় এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান ।