শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ৭ অগ্রহায়ন ১৪৩১

SW News24
বুধবার ● ৫ জুন ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » শ্যামনগরে কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ
প্রথম পাতা » নারী ও শিশু » শ্যামনগরে কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ
৯২ বার পঠিত
বুধবার ● ৫ জুন ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

শ্যামনগরে কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ

---

শ্যামনগরের গাবুরা ইউনিয়নের কিশোরীদের মাঝে ডিগনিটি কিট বিতরণ করা হয়েছে। লিডার্স-এর উদ্যোগে মানুষের জন্য ফাউন্ডেশন  এ্যাম্বাসী অব সুইডেনের সহযোগিতায় ’ক্রিয়া‘ প্রকল্পের আওতায় গাবুরা ইউনিয়ন পারিষদ ভেন্যুতে মঙ্গলবার ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন গাবুরা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ মোমাসুদুল আলম। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের সমন্বয়কারী মোআরিফুর রহমান। ডিগনিটি কিট বিতরণ অনুষ্ঠানে মাসিকের স্বাস্থ্যবিধি ব্যবস্থাপনার উপর একটি সংক্ষিপ্ত আলোচনা করেন সুলতা রানী সাহা। এরপর প্রধান অতিথির বক্তব্যে মাসুদুল আলম কিশোরী মেয়েদের ব্যক্তিগত স্বাস্থ্যবিধি বজায় রাখার উপর গুরুত্বারোপ করেন।

ডিগনিটি কিটের মধ্যে রয়েছে প্রয়োজনীয় জিনিসপত্র যেমন স্যানিটারি প্যাডসাবাননেইল কাটারতোয়ালে এবং কভার সহ বালতি। উল্লেখ্য সাতক্ষীরার শ্যামনগরের গাবুরা  বুড়িগোয়ালিনী ইউনিয়নে মোট ১৭৫ জন কিশোরীকে ডিগনিট কিট প্রদান করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)