শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ৪ জুলাই ২০২৪, ১৯ আষাঢ় ১৪৩১

SW News24
সোমবার ● ১ জুলাই ২০২৪
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের রামনগরচর এলাকায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১
প্রথম পাতা » অপরাধ » নড়াইলের রামনগরচর এলাকায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১
২৭ বার পঠিত
সোমবার ● ১ জুলাই ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলের রামনগরচর এলাকায় বজ্রপাতে ৩ জনের মৃত্যু, আহত ১


---
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলের কলোড়া ইউনিয়নের রামনগরচর এলাকায় বজ্রপাতে তিনজনের মৃত্যু হয়েছে। রোববার (৩০ জুন) মধ্যরাতে এ বজ্রপাতের ঘটনা ঘটে। শুকর চরানোর পর তারা সবাই খোলা মাঠে ঘুমিয়ে ছিলেন। এ সময় একজন আহত হয়েছেন। সোমবার সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তিনজনের মরদেহ ও আহত ব্যক্তিকে দেখতে পান।

বজ্রপাতে মৃত ব্যক্তিরা হলেন-যশোরের মনিরামপুর উপজেলার কাজীয়াড়া গ্রামের রতন রায় (৫৫), খুলনার নিজগ্রাম এলাকার মিলটন রায় এবং সাতক্ষীরার তালা উপজেলার কাশিয়াডাঙ্গা গ্রামের নন্দ ঢালী (৫০)। এছাড়া আহত চিত্ত মালো স্থানীয় বাসিন্দা। তাকে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, প্রায় ২৫ দিন আগে বাড়ি থেকে শুকর চরাতে বের হয়েছিলেন তারা। বিভিন্ন এলাকা ঘুরে তিনদিন আগে তারা নড়াইল সদর উপজেলার রামনগরচর বিলে আসেন। রোববার মধ্যরাতে বৃষ্টির সময় বজ্রপাতে তাদের চারজনের মধ্যে তিনজনের মৃত্যু হয়।

কলোড়া ইউনিয়নের ৬নম্বর ওয়ার্ডের সদস্য প্রদীপ কুমার বিশ্বাস বলেন, সোমবার সকালে স্থানীয়রা মাঠে যাওয়ার সময় তিনজনের মরদেহ দেখতে পান। এ সময় আহত ব্যক্তিকে উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)