শনিবার ● ৬ জুলাই ২০২৪
প্রথম পাতা » অর্থনীতি » পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের ঘর নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভূমিহীন আনিচ গাজীর সংবাদ সম্মেলন
পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের ঘর নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভূমিহীন আনিচ গাজীর সংবাদ সম্মেলন
পাইকগাছায় আশ্রায়ন প্রকল্পের ঘর নিয়ে প্রকাশিত সংবাদের প্রতিবাদে ভূমিহীন আনিচ গাজীর সংবাদ সম্মেলন করেছে। ৬ জুলাই শনিবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যলয়ে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আনিচ গাজী বলেন, আমি পাইকগাছার চাঁদখালী ইউনিয়নের গড়ের ডাঙ্গা আশ্রায়ন প্রকল্প বাসিন্দা। আমি একজন ভূমিহীন, দিনমজুর ও হতদরিদ্র মানুষ। আমার নিজের এক শতকও জায়গা জমি নাই। এ কারণে আমি দীর্ঘ প্রায় ১০ বছরের বেশি সময় ধরে চাঁদখালী ইউনিয়নের গড়ের ডাঙ্গা আবাসন প্রকল্পের টিনের ঘরে বসবাস করে আসছি। অনেক আগেই ঘরটি বসবাসের অনুপোযোগী হয়ে পড়ে। এমতাবস্থায় ২০২১ সাল নাগাদ উক্ত আবাসনে মুজিব বর্ষের পাকা ঘর নির্মাণ হলে আমি একটি পাকা ঘর পাওয়ার জন্য আবেদন করি। আবেদন প্রেক্ষিতে যাচাই বাছাই শেষে নায়েব মীর রেজওয়ান আমাকে ভূমিহীন মর্মে নিশ্চিত হয়ে সংশ্লিষ্ট দপ্তরে প্রতিবেদন দাখিল করেন। পরবর্তীতে আমি জানতে পারি ঘরটি আমার নামে বরাদ্দ না হয়ে একই ইউনিয়নের গড়েরআবাদ গ্রামের তালেব সানা নামে একজনকে বরাদ্দ দেওয়া হয়। বিষয়টি আমি জানতে পেরে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান এর মাধ্যমে সাবেক ইউএনও মমতাজ বেগমের কাছে যাই। এসময়ে আমরা তালেব সানার বাড়ি ও জমিজায়গা আছে মর্মে অবগত করলে তিনি বিষয়টি যাচাই-বাছাই করে দেখেন তালেব সানার ঘর বাড়ি জমিজায়গা থাকায় আমাকে ভূমিহীন হিসাবে উক্ত আশ্রায়ন প্রকল্পের পাকা ঘরে থাকার অনুমতি প্রদান করেন। সেই থেকে আামার ছোট ৩ টা বাচ্চা ও স্ত্রীকে নিয়ে ঘরটিতে শান্তিপূর্ণভাবে বসবাস করে আসছি। এমতাবস্থায় ৪ জুলাই বৃহস্পতিবার তালেব সানা আমার নামে ইউনিয়ন পরিষদে মিথ্যা ও ভিত্তিহীন একটা অভিযোগ করে আমাকে উক্ত ঘর থেকে উচ্ছেদের পায়তারা করছে। এ বিষয়টি নিয়ে কয়েকটি পত্র পত্রিকায় বিভ্রান্তিকর ও জবর দখল শিরোনামে খবর প্রকাশ করায় উক্ত প্র্রকাশিত সংবাদের তিব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে উক্ত ঘটনাটি আপনাদের বহুল প্রচারিত পত্রিকায় প্রকাশের মাধ্যমে সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে আশু হস্তক্ষেপ কামনা করছি।