শুক্রবার ● ১২ জুলাই ২০২৪
প্রথম পাতা » শিক্ষা » মাগুরায় ক্ষুন্দ্র-জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান
মাগুরায় ক্ষুন্দ্র-জনগোষ্ঠী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি প্রদান
মাগুরা প্রতিনিধি : মাগুরায় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে সমতলে বসবাসকারী ক্ষুন্দ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি ও বাইসাকেল বিতরণকরা হয়েছে।পাশাপাশি মাগুরা-১ আসনের সংসদ সদস্য ক্রিকেটার সাবিক আল হাসানের ঐচ্ছিক তহবিল থেকে অনুদানের অর্থ বিতরণ করা হয়েছে।বাইসাকেল পেয়েছেন ৮ জন শিক্ষার্থী। শিক্ষা উপবৃত্তি পেয়েছেন ৬০জন,মাধ্যমিকে শিক্ষা উপবৃত্তি পেয়েছেন ২০জন ,প্রাইমারী শিক্ষা উপবৃত্তি পেয়েছেন ৩০জন। মোট ২ লক্ষ ৮৫ হাজার টাকা বিতরণ করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা সম্মেলন কক্ষে ক্ষুন্দ্র জনগোষ্ঠীর শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপবৃত্তি বিতরণ করেন সদর উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান, সমাজ সেবক মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাকিব আল হাসানের বাবা খন্দকার মাশরুর রেজা,সাবেক ফুটবল খেলোয়ার মেহেদি হাসান উজ্জ্বলসহ ক্ষুন্দ্র জনগোষ্ঠীর প্রতিনিধি বৃন্দ উপস্থিত ছিলেন।মাগুরা সদর উপজেলা নির্বাহি অফিসার মিজানুর রহমান বলেন, সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূল জনগোষ্ঠীর ¯্রতধার সাথে মিল করনের লক্ষে প্রধান মন্ত্রীর কার্যালয়ে থেকে সমতলে বসবাস কারী ক্ষুন্দ্র জনগোষ্ঠীর ছাত্র-ছাত্রীদের শিক্ষার মান উন্নয়নে সরকার কাজ করে যাচ্ছে। বিশেষ করে বাল্য বিবাহ প্রতিরোধ, শিক্ষাবৃত্তি, দলিত সম্প্রদায়ের মাঝে ভাতা প্রদানসহ সরকারের নানা কার্যক্রম চালু রয়েছে। তিনি আরো বলেন, মাগুরা জেলায় কোন শিক্ষার্থীর অর্থের অভাবে পড়া লেখা বন্ধ হবে না। শিক্ষার্থীদের পড়া লেখার মান উন্নয়নে সকল প্রকার কাজ করা হবে।