রবিবার ● ১৪ জুলাই ২০২৪
প্রথম পাতা » কৃষি » শ্যামনগরে বিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
শ্যামনগরে বিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ে প্রশিক্ষণ অনুষ্ঠিত
বৈশিক জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্থ হয়েছে বাংলাদেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় কৃষিব্যবস্থা। অতিবৃষ্টি, খরা, অতিতাপমাত্রা ও ক্রমবর্ধমান লবনাক্ততা বৃদ্ধির ফলে এ অঞ্চলের কৃষি জমি উল্লেখযোগ্যহার্ েকমে যাওয়ার ফলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপকূলীয় জনগোষ্ঠী দারিদ্রতা ও পুষ্টিহীনতায় ভুগছে আশংকাজনকভাবে। এই জলবায়ু উদ্ভুত অভিঘাত মোকাবেলা ও জলবায়ু সহনশীল কৃষিব্যবস্থা প্রসারের লক্ষ্যে মানুষের জন্য ফাউন্ডেশন (এমজেএফ) ও এ্যাম্বাসী অব সুইডেন-এর সহযোগিতায় লিডার্স-এর ‘ক্রিয়া’ প্রকল্পের অধীনে ‘‘বিকল্প ফসল কৃষি এবং সমন্বিত কৃষি বিষয়ক’’ দুই দিন ব্যাপী প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। ২ দিনব্যাপী প্রশিক্ষণটি ১৩ জুলাই ২০২৪ তারিখে লিডাসের্র প্রধান কার্যালয়ে অবস্থিত ক্লাইমেট এ্যান্ড এ্যাডাপটেশন নলেজ ম্যানেজমেন্ট সেন্টার, শ্যামনগর, সাতক্ষীরা ভেন্যুতে শুরু হয়ে ১৪ জুলাই ২০২৪ তারিখে শেষ হয়।
এই প্রশিক্ষণে বুড়িগোয়ালিনী ইউনিয়নের ‘ক্রিয়া’ প্রকল্পের নারী ও পুরুষ দলের ৩০ জন সদস্য অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ প্রদান করেন বুড়িগোয়ালিনী ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা জনাব মো: জামাল উদ্দীন। ২ দিনের প্রশিক্ষণে সমন্বিত কৃষি ব্যবস্থা সম্পর্কে ধারণা, জলবায়ু সহিষ্ণু কৃষি, ঘাতসহিষ্ণু শস্য জাত নির্বাচনের সাথে সম্পৃক্ত বিষয়বস্তু, শস্য বহুমুখীকরণ ও সাথী ফসল, উপকুলীয় লবনাক্ততার প্রেক্ষাপটে বীজ নির্বাচন ও ব্যবস্থাপনা, ভাসমান চাষ পদ্ধতি, মালচিং পদ্ধতি, সমন্বিত পদ্ধতিতে চাষাবাদ, সমন্বিত বালাই দমন ব্যবস্থাপনা, উপকুলীয় এলাকায় উপযুক্ত সেচ ব্যবস্থাপনা ও বিকল্প চাষাবাদ সম্পর্কে আলোচনা করা হয়। প্রশিক্ষণে আরও উপস্থিত ছিলেন লিডার্স-এর ক্রিয়া প্রকল্পের প্রকল্প কর্মকর্তা সুলতা রানী সাহা, মনিটরিং এ্যান্ড ইভ্যাল্যুয়েশন অফিসার জয়দেব কুমার জোদ্দার ও ফিল্ড ফ্যাসিলিটেটর সালমা সুলতানা।