রবিবার ● ৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ; পুরো শহর থমথমে
মাগুরায় শিক্ষার্থী পুলিশ সংঘর্ষে ৪ জন নিহত ; পুরো শহর থমথমে
মাগুরা প্রতিনিধি : মাগুরায় গতকাল রবিবার শিক্ষার্থীদের অহসহোযোগ আন্দোলনের প্রথম দিনে ২ জন শিক্ষার্থীসহ ৪ জন নিহত হয়েছে। এরা হলো সদরের বরণাতৈল বিশ^াস পাড়া মৃত ময়েন উদ্দিন বিশ^াসের ছেলে মেহেদী হাসান রাব্বী (২৬)। রাব্¦ী জেলা ছাত্রদলের যুগ্ম-সম্পাদকের দায়িত্ব ছিল । অপর দুইজন হলো শ্রীপুরের নাকোল ইউনিয়নের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে ফরহাদ হোসেন (২২) ,মহম্মদপুর সদরের ইউনুস আলীর ছেলে আহাদ আলী বিশ^াস (১৯) ও মহম্মদপুরের বালিদিয়া গ্রামের কানু মোল্যার ছেলে সুমন শেখ (১৭) । নিহত ফরহাদ চট্রগ্রাম বিশ^বিদালয়ের শিক্ষার্থী ও আহাদ আলী বিশ^াস মহম্মদপুর আমিনুর রহমান ডিগ্রি কলেজের এইচএসসি ১ম বর্ষের শিক্ষার্থী । এ সংঘর্ষে ৩০ জন আহত হয়েছে ।
জানা গেছে,রবিবার সকাল থেকে মাগুরা শহরের নতুন বাজার,কেশবমোড়.চৌরঙ্গী মোড়,ঢাকা রোড়,পারনান্দুয়ালী ব্রীজ ও ভায়না এলাকায় পুলিশ বাহনীর সদস্যরা অবস্থান নেয় । সকাল ৯ টায় মাগুরা-ঢাকা মহাসড়কের পারনান্দুয়ালী ব্যাপারীপাড়া জামে মসজিদ এলাকায় ছাত্রদের কেন্দ্রীয় ঘোষিত কর্মসূচীতে বিভিন্ন বিশ^বিদ্যালয়ের শিক্ষার্থী জড়ো হতে থাকে । এ সময় পারনান্দুয়ালী এলাকার ৫ শতাধিক মানুষ শিক্ষার্থীদের সাথে একাত্বা ঘোষণা করে তাদের সাথে সমবেত হয় । বেলা ১১টায় পুলিশ ঐ এলাকায় পৌছে শিক্ষার্থীদের ধাওয়া দেয়। মুহুর্তের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে যায় চারদিক । পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে শক্ষার্থীদের উদ্দেশ্য টিয়ার সেল ও কয়েক রাউন্ড গুলি ছুড়ে । এ সময় পুলিশের গুলিতে মেহেদী হাসান রাব্বী (২৬) আহত হয় । পরে গুলিবিদ্ধ রাব্বীকে মাগুরা সদও হাসপাতালে আনলে কতর্ব্যরত ডাক্তার তাকে মৃত ঘোসণা করে ।
দুপুরে পারনান্দুয়ালী এলাকায় শিক্ষার্থীদের সাথে জেলা ছাত্রলীগের সংঘর্ষেও ঘটনা ঘটে । এ সময় উভয়পক্ষে মধ্যে ধাওয়া পাল্লা ধাওয়ার চলে । সংঘর্ষ চলাকালে ছাত্রলীগের গুলিতে ফরহাদ (২২) গুলিবিদ্ধ হয় । পরে আহত অবস্থায় তাকে সদও হাসপাতালে আনলে সে অপারেশন থিয়েটাওে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় ।
অন্যদিকে,মহম্মদপুর উপজেলার পুলিশ ও শিক্ষার্থীদের সংঘর্ষ চলাকালে ২জন গুলিবিদ্ধ হয় । পরে তারা মহম্মদপুর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে মারা যায় ।
এদিকে রবিবার সকাল থেকে শহরের ভায়না এলাকা বিএনপি কর্মীরা পরোপুরি দখলে থাকে । সকাল থেকে সেখানে পুলিশের সাথে তাদের ধাওয়া পাল্লা চলে। ঘন্টাব্যাপী সংঘর্ষে পুলিশ ধাওয়া খেয়ে ঐ স্থান ত্যাগ কওে । এ সময় ভায়না ্এলাকায় কিছু দুবৃত্তরা একটি মাইক্রো বাসে আগুন দেয় । পরে মনোয়ারা জামান ও দত্ত ফিলিং স্টেশনে আগুন দেয় তারা । বিকালে ট্রাকের টায়ার জ¦ালিয়ে মাগুরা-যশোর,মাগুরা-ঝিনাইদহ,মাগুরা-ফরিদপুর সড়ক দখলে রাখে তারা । বিকালে শহরের গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে পুলিশ দেখা যায়নি । এ সময় শহরের দোকানপাট বন্ধ ছিল । চলেনি কোন যানবাহন । পুরো শহরজুড়ে থমথমে বিরাজ করছে । সাধারণ মানুষ রয়েছে আতঙ্কে ।