শনিবার ● ১০ আগস্ট ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় পুলিশিং কার্যক্রম ফেরাতে প্রেস ব্রিফিং
মাগুরায় পুলিশিং কার্যক্রম ফেরাতে প্রেস ব্রিফিং
মাগুরা প্রতিনিধি : চলমান পরিস্থিতিতে জেলার ৪ থানার পুলিশিং কার্যক্রম স্বাভাবিক অবস্থা ফেরাতে শনিবার দুপুরে সদর থানা চত্বরে সাংবাদিকদের প্রেস ব্রিফিং করেছেন জেলা প্রশাসক,পুলিশ প্রশাসন ও সেনাবাহিনীর প্রতিনিধি।
মাগুরায় কর্মরত সেনাবাহিনীর প্রতিনিধি লে.কর্ণেল মো: রাকিব বলেন,দেশের চলমান পরিস্থিতি সর্ম্পকে আপনারা সবাই জানেন। আমরা জেলায় সার্বিক শাস্তি-শৃঙ্খলা ফেরাতে পুলিশ বাহিনী কে পূর্বের অবস্থায় তাদের কার্যক্রম শুরু করতে চাই । এ কাজে আপনাদের সহযোগিতা কামনা করছি। পুলিশ বাহিনীর সাথে সেনাবাহিনী কাজ করবে ।
জেলা প্রশাসক আবু নাসের বেগ বলেন,জেলার সার্বিক শৃঙ্খলা ফেরাতে রবিবার থেকে মাগুরা ৪ থানার কার্যক্রম নিয়মিতভাবে শুরু হবে। আমরা জেলায় আইন শৃঙ্খলা রক্ষায় জেলার নাগরিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি ।
জেলা পুলিশ সুপার মশিউদৌলা রেজা বলেন,দেশের পরিস্থিতি যখন খারাপের দিকে যাচ্ছিল তখন শহরের ভায়না মোড় এলাকায় বেশ কিছু পুলিশ সদস্য আটকা পড়ে । তখন সাধারণ মানুষের সহযোগিতায় তারা মুক্ত হয় । মাগুরার ৪ থানায় কোথাও কোন হামলা ও ভাংচুর হয়নি । কোন পুলিশ সদস্য হামলার আহত হয়নি এ জন্য আমরা কৃতজ্ঞ । রবিবার থেকে মাগুরার ৪ থানার স্বাভাবিক পুলিশিং কার্যক্রম শুরু হবে । এ কাজে আপনারা ও জেলাবাসীর সার্বিক সহযোগিতা আমরা করছি।