বুধবার ● ১৪ আগস্ট ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » পাইকগাছা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিলন বহিষ্কার
পাইকগাছা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মিলন বহিষ্কার
খুলনার পাইকগাছা উপজেলা শ্রমিক দলের যুগ্ম আহবায়ক মোঃ মশিয়ার রহমান মিলনকে শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে দলীয় পদসহ বিএনপির প্রাথমিক সদস্য পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
১৪ জুলাই বুধবার খুলনা জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব আমীর এজাজ খান ও সদস্য সচিব এস এম মনিরুল হাসান বাপ্পী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে তার বহিষ্কারের বিষয়টি জানানো হয়েছে।
প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, মিলনের বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সুস্পষ্ট ভাবে প্রমাণিত হওয়ার কারনে তাকে বহিস্থাক করা হয়েছে।
সূত্রে জানা গেছে, গত ৫ আগষ্ট আওয়ামীলীগ সরকারের পতনের খবর ছড়িয়ে পড়লে মিলন তার বাহিনী নিয়ে গদাইপুর ইউনিয়নে বিভিন্ন এলাকায় ভাংচুর চালায়। বিশেষ করে গোপালপুর গ্রামের নির্মল সরকারের বাড়িতে ব্যপক ভাংচুর ও লুটপাট করে।