রবিবার ● ১৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » কয়রায় ৪৫ কেজি হরিণের মাংস সহ ১ জন আটক
কয়রায় ৪৫ কেজি হরিণের মাংস সহ ১ জন আটক
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ কয়রায় নৌবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে ৪৫ কেজি হরিণের মাংস সহ ১ জনকে আটক করা হয়েছে।
১৩ অক্টোবর সকাল ৯ টার দিকে কয়রা উপজেলার ৪নং কয়রা লঞ্চঘাট এলাকা থেকে তাকে মাংস সহ আটক করা হয়। আটকৃত ব্যক্তি হলেন, উপজেলার সদর ইউনিয়নের ৪নং কয়রা গ্রামের আঃ হামিদ সানার পুত্র ইয়াকুব আলী সানা (৩৭)। কয়রা থানায় নিয়োজিত নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার লেঃ কমান্ডার ফয়সাল আল ইমরান (এস) বিএন বলেন, আটককৃত ব্যক্তি ও হরিণের মাংস পরবর্তীতে কয়রা থানায় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য হস্তান্তর করা হয়েছে।
কয়রা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ শাহ আলম বলেন, এ ব্যাপারে বন্যপ্রাণী নিধন আইনে মামলা দায়ের করা হয়েছে। কয়রায় নৌবাহিনীর এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছেন যৌথ বাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার। আটকৃত ব্যক্তিকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।