মঙ্গলবার ● ১৫ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » খেলা » মহম্মদপুর মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীন মেলা
মহম্মদপুর মধুমতি নদীতে ঐতিহ্যবাহী নৌকা বাইচ ও গ্রামীন মেলা
মাগুরা প্রতিনিধি :নানা উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে মাগুরার মহম্মদপুরে ঝামায় ঐতিহ্যবাহী মধুমতি নদীতে বাৎসরিক নৌকা বাইচ ও গ্রামীন মেলা অনুষ্ঠিত হয়েছে । সোমবার বিকালে ঝামা বাজার মেলা উদযাপন কমিটি এ অনুষ্ঠানের আয়োজন করে । বাৎসরিক এ নৌকাবাইচ কে ঘিরে মধুমতি নদীর দু’তীরে বসে গ্রামীণ মেলা। মহম্মদপুর , নড়াইল,ফরিদপুর.রাজবাড়ি,যশোরসহ স্থানের মানুষ নদীর দু’পারে এ নৌকাবাইচ দেখতে লক্ষ লক্ষ মানুষ ভিড় করে এ মেলায়। গ্রামীণ মেলায় শিশুদের বিভিন্ন খেলনা ,বাঁশ-বেতের জিনিসপত্র,দেশীয় বিভিন্ন জাতের বড় কাতলা,পাঙ্গাস মাছ দেখা যায়। তাছাড়া বিভিন্ন ধরণের মিষ্টান্ন খাবার মেলায় আকষর্নীয় ছিল । এ দিন বিকালে ঝামা বাজার সংলগ্ন স্থানীয় বাসিন্দা আলিমুল বলেন,এ নৌকা বাইচ চলছে শত বছর ধরে । প্রতি বছর দূর্গাপুজার পরের দিন এ মেলা অনুষ্ঠিত হয়ে আসছে দীর্ঘ বছর ধরে । এবারও তার ব্যতিক্রম ঘটেনি । এ মেলায় মাগুরাসহ বিভিন্ন জেলার মানুষ আসে । মধুমতি নদীর দুধারে বসে মানুষের মিলনমেলা । নদীর এপারে মহম্মদপুর ঐপারে ফরিদপুর আলফা ডাঙ্গা অংশেও নদীর চরে মেলা বসে । সেখানে দূর-দূরান্তের গ্রামের নারী-পুরুষ মিলিত হয় । নৌকা বাইচকে ঘিরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে আমাদের এখানে ।
ঝামার স্থানীয় বাসিন্দা সৈয়দ আবু বক্কর বলেন,এ নৌকা বাইচ আমাদের শত বছরের ঐতিহ্য । প্রতি বছর দূর্গাপুজার পরের দিন এ মেলা হয় । এখানে ৪ জেলার মানুষ মিলিত হয়। নৌকাবাইচকে ঘিরে মেলা চলে আরো দু’দিন। এ মেলায় স্থানীয় মানুষসহ বাইরের জেলায় সাধারণ মানুষের ঢল নামে ।
ঝামা নৌকা বাইচ প্রতিযোগিতায় নড়াইল,ফরিদপুর,গোপালগঞ্জ জেলায় ৬টি নৌকা অংশ নেয় । প্রতিযোগিতা শেষে গোপালগঞ্জের কাশিয়ানি রেজাউল করিমের নৌকা ১ম,নড়াউল লোহাগড়ার এ্যালাংখালির কামরুল ইসলামের নৌকা ২য় ও গোপালগঞ্জের কাশিয়ানি আব্দুর রাজ্জাকের নৌকা ৩য় স্থান লাভ করে । প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে প্রাইজ মানি প্রদান করা হয় । অনুষ্ঠানে প্রধান অতিথি ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব এস এম রবিউল ইসলাম নয়ন ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয় । ঝামা মেলা কমিটির সভাপতি মাসুদুর রহমানের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা যুবদলের সভাপতি ওসিকুর রহমান কল্লোল, সাধারন সম্পাদক ফিরোজ আহমেদ, মহম্মদপুর উপজেলা নির্বাহী পলাশ মন্ডল ও মহম্মদপুর সদর থানার ওসি মুন্সি রাসেল হোসেন উপস্থিত ছিলেন ।