শনিবার ● ২৩ জুলাই ২০১৬
প্রথম পাতা » সর্বশেষ » পাইকগাছায় নওমুসলিম সহ বিস্ফ্রোগদ্রব্য মামলার দুই আসামীকে আদালতে সপর্দ
পাইকগাছায় নওমুসলিম সহ বিস্ফ্রোগদ্রব্য মামলার দুই আসামীকে আদালতে সপর্দ
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছায় নওমুসলিম সহ বিস্ফ্রোগদ্রব্য আইনে দায়ের করা মামলার দুই আসামীকে রিমান্ড শেষে আদালতে সপর্দ করা হয়েছে। রিমান্ডে দুই আসামীর কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য মিলেছে বলে মামলার তদন্ত কর্মকর্তা জানিয়েছেন। শনিবার দুপুরে ৪ দিনের রিমান্ড শেষে দুই আসামীকে আদালতে পাঠানো হয়। থানা পুলিশ সূত্রে জানাগেছে, নাশকতা ও জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে পুলিশ উপজেলার কমলাপুর গ্রামের জিএম জাকারিয়া আহম্মদের মাদ্রাসা পড়–য়া ছেলে জাহিদুল ইসলাম মুকুল (২৫) ও কয়রা উপজেলার মসজিদকুড় গ্রামের রবেন সরকারের ছেলে নওমুসলিম মোঃ আব্দুল্লাহ (সম্ভ সরকার) (৩১) কে আটক করেন। আটককৃতদের স্বীকারুক্তিতে নাশকতার উদ্দেশ্যে মজুদকরা ৪টি ককটেল ও ধর্মীয় বই উদ্ধার করা হয়। এ ঘটনায় গত ১৬ই জুলাই এএসআই বাদশা মিয়া বাদী হয়ে আটক দু’জনকে আসামীকে থানায় বিস্ফ্রোগদ্রব্য আইনে মামলা করেন। যার নং- ১৮। এদিকে গত বুধবার পুলিশের ৭ দিনের রিমান্ড আবেদন সুনানী শেষে বিজ্ঞ আদালত দুই আসামীর ৪ দিনের রিমান্ড মঞ্জুুর করেন। মামলার তদন্ত কর্মকর্তা ওসি (তদন্ত) এসএম জাবীদ হাসান জানান, রিমান্ড শেষে দুই আসামীকে শনিবার আদালতে সপর্দ করা হয়েছে। রিমান্ডে তাদের কাছ থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। যা যাচায়-বাছায় করে দেখা হচ্ছে। মামলার তদন্তের সার্থে এর বেশি কিছু বলা সম্ভব নয় বলে তিনি জানিয়েছেন।