সোমবার ● ২১ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » পাইকগাছায় বিশ্ব হাতধোঁয়া দিবস পালিত
প্রথম পাতা » আঞ্চলিক »
পাইকগাছায় বিশ্ব হাতধোঁয়া দিবস পালিত
৬৫ বার পঠিত
সোমবার ● ২১ অক্টোবর ২০২৪
পাইকগাছায় বিশ্ব হাতধোঁয়া দিবস পালিত
পাইকগাছায় বিশ্ব হাত ধোয়া দিবস ও জাতীয় স্যানিটেশন মাস উদযাপন উপলক্ষ্যে র্যালি, হাত ধোয়া প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ডরপ, দুস্থ স্বাস্থ্য কেন্দ্র সহ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার সহযোগিতায় উপজেলা প্রশাসন ও জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর এর আয়োজনে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে উপজেলা পরিষদ চত্বরে হাত ধোয়া প্রদর্শনী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন এর সভাপতিত্বে ” স্বাস্থ্য সুরক্ষায় পরিস্কার হাত সর্বদা গুরুত্বপূর্ণ ” প্রতিপাদ্য বিষয়ের উপর অনুষ্ঠিত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় স্বাগত বক্তৃতা করেন, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তরের উপ-সহকারী জনস্বাস্থ্য প্রকৌশলী শাহাদাত হুসাইন। অন্যান্যদের মধ্যে বক্তৃতা করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শাহজাহান আলী শেখ, শিক্ষা অফিসার বিদ্যুৎ রঞ্জন সাহা, মহিলা বিষয়ক কর্মকর্তা রেশমা আক্তার, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, বন কর্মকর্তা প্রবীর দত্ত, পরিসংখ্যান কর্মকর্তা কবিরুল ইসলাম কবির, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত কুমার ঘোষ, প্রাক্তন অধ্যক্ষ রমেন্দ্র নাথ সরকার, নবপল্লব প্রকল্পের রিজিওনাল ম্যানেজার আবুল হাসান সিদ্দিকী মিলন,ডরপের উপজেলা সমন্বয়কারী পিন্টু চন্দ্র দাস, নবলোকের প্রজেক্ট অফিসার কাজী ফারহানা আফরোজ, ইলিয়াস হোসেন ও জাহিদুর রহমান পিয়াস। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক ও এনজিও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।