বুধবার ● ২৩ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা
ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা
ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় পাইকগাছা উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১১ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন।
প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সৈকত মল্লিক, ইউপি চেয়ারম্যান আবুল কালাম আজাদ, জিএম আব্দুস সালাম কেরু, পল্লী বিদ্যুৎ সমিতির ডিজিএম সিদ্দিকুর রহমান তালুকদার, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক হাসিবুর রহমান, সমাজসেবা কর্মকর্তা অনাথ কুমার বিশ্বাস, পরিবার পরিকল্পনা কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন, সহকারী প্রোগ্রামার মৃদুল কান্তি দাশ, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা শাহজাহান আলী, পল্লী সঞ্চয় ব্যাংকের ব্যবস্থাপক জয়ন্ত ঘোষ, প্যানেল চেয়ারম্যান বাবলু সরদার, আব্দুল্লাহ, পিযুষ কান্তি মন্ডল, আজিজুল খান, খোরশেদুজ্জামান, পানি উন্নয়ন বোর্ডের উপ সহকারী প্রকৌশলী মোতালেব হোসেন, উপ সহকারী প্রাণী সম্পদ কর্মকর্তা তরিকুল ইসলাম, জাকারিয়া, উপজেলা ক্লাইমেট জাস্টিস ফোরামের সভাপতি রমেন্দ্র নাথ সরকার, রেড ক্রিসেন্ট কর্মকর্তা ইলিয়াস শাহ, ইউপি সচিব ফারুক হোসেন, জিএম আব্বাস উদ্দিন, মিরাজুল ইসলাম, আব্দুল গনি, বিজয় কুমার পাল, সঞ্জীব ঘোষ, বেলাল হুসাইন, অ্যাওসেড কর্মকর্তা মানিক বসু ও সিপিপির উপজেলা টিম লিডার আব্দুল্লাহ আল মামুন।
উল্লেখ্য, আয়োজিত সভায় ঘূর্ণিঝড় দানা মোকাবিলায় ১০৮ টি সাইক্লোন শেল্টার, রেডক্রিসেন্ট ও সিপিপি সহ অন্যান্য সেচ্ছাসেবকদের প্রস্তুত রাখা এবং ঝুকিপূর্ণ বেড়িবাঁধ মেরামতসহ গুরুত্বপূর্ণ আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়েছে।