বুধবার ● ৩০ অক্টোবর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় মেয়েকে উত্যক্ত করায় পিতার সংবাদ সম্মেলন
পাইকগাছায় মেয়েকে উত্যক্ত করায় পিতার সংবাদ সম্মেলন
পাইকগাছায় মেয়েকে উত্যক্ত করায় নিরুপায় হয়ে পিতা মোঃ জুয়েলফিকার গাজী সংবাদ সম্মেলন করেছে। বুধবার সকাল ১১ টায় প্রেসক্লাব পাইকগাছা এর কার্যালয়ে সংবাদ সম্মেলনে মোঃ জুয়েলফিকার গাজী লিখিত বক্তব্য বলেন, পাইকগাছা উপজেলার চাঁদখালী ইউনিয়নের কালীদাশপুর গ্রামের মোঃ মোস্তফা গাজীর ছেলে মোঃ মামুন গাজী (২২) দীর্ঘদিন ধরে আমার স্কুল পড়ুয়া নাবালেক মেয়ে উর্মি খাতুনকে বিভিন্ন সময় ইভটিজিং করে আসছে। এছাড়াও আমার নিকট বিভিন্ন সময় মেয়ে সংক্রান্ত বিষয় নিয়ে বড়সড় অংকের টাকা চাঁদা দাবি করে আসছে। মামুন বলে-যে, চাঁদার টাকা না দিলে তোমার স্কুল পড়ুয়া মেয়ে তুলে নিয়ে যাবো। পাশাপাশি বিভিন্ন সময় আমার ক্ষয়ক্ষতি করার পায়তারা করে আসছে।
এরই ধারাবাহিকতায় সর্বশেষ গত ২৫ অক্টোবর শুক্রবার রাত ৮ টার দিকে মামুন গাজী আমার বাড়িতে ঢুকে দোতলায় ঘরে থাকা ওয়ার্ড ড্রপ ভাঙ্গার চেষ্টা করলে আমি আওয়াজ শুনতে পেয়ে নিচতলা থেকে চোর বলে চিৎকার দিতে থাকলে মামুন আমার বাড়ির দোতলা ছাদ থেকে লাফিয়ে নিচে থাকা বাথরুমের ট্যাংকির উপরে পড়ে যেয়ে শারীরিকভাবে আহত হয়।
এসময়ে আমরা দ্রুত যেয়ে তাকে আটক করতে সক্ষম হই। তাহার এমন নেক্কারজনক ঘটনার স্বীকারোক্তি স্বরূপ ভিডিও ধারন করি। ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন ঘটনাস্থলে আসেন। মানবিক দৃষ্টিকোণ থেকে সকলের মতামতের ভিত্তিতে মামুনের অপরাধটি সাধারণ ক্ষমা পূর্বক সুচিকিৎসার জন্য তাহার পিতার কাছে হস্তান্তর করি।
সংবাদ সম্মেলন তিনি আরো বলেন, উল্লেখিত ঘটনার পরবর্তীতে মামুন গাজী, বিভিন্ন জায়গায় আমার ও আমার মেয়ের নামে কুৎসা রটানো সহ মিথ্যা মামলা দিবে মর্মে হুমকি প্রদানসহ প্রাণনাশের হুমকি অব্যাহত রেখেছে। সে কারণে আমি সংবাদ সম্মেলন করে সাংবাদিকদের মাধ্যমে বিষয়টি স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা কর্তৃপক্ষের কাছে অবগতসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানাচ্ছি।