শনিবার ● ২ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় জেলা জামায়াতের আমীরের শপখ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন
মাগুরায় জেলা জামায়াতের আমীরের শপখ গ্রহন অনুষ্ঠান সম্পন্ন
মাগুরা প্রতিনিধি : মাগুরায় জামায়াতে ইসলামীর নব নির্বাচিত জেলা আমীরের শপথ অনুষ্ঠান শনিবার বিকেলে স্থানীয় আসাদুজ্জামান মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
শপথ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শপথ পরিচালনা করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অন্যতম সদস্য যশোর- কুষ্টিয়া অঞ্চলের পরিচালক মোবারা হুসাইন।এ সময় জেলা জামায়াতের সেক্রেটারী অধ্যাপক সাইদ আহমেদ বাচ্চুর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরার সাবেক জেলা আমীর ও কেন্দ্রীয় মজলিশের শুরা সদস্য এবং যশোর কুষ্টিয়া অঞ্চলের সহকারী পরিচালক আব্দুল মতিন ও অধ্যাপক ড, আলমগীর বিশ্বাস, যশোর কুষ্টিয়া অঞ্চলের টিম সদস্য অধ্যক্ষ খোন্দকার আলী মহসীন। জেলার ৬২৬ জন রুকনের ভোটে মাধ্যমে অধ্যাপক এমবি বাকের নির্বাচিত হন । এর আগে তিনি জেলা জামায়াতের আমীর ছিলেন । বতমানে তিনি আবার জেলার রুকনদের ভোটের মাধ্যমে পুনরায় নির্বাচিত হয়েছেন ।
নবনির্বাচিত জেলা আমীর অধ্যাপক এমবি বাকের বলেন,ফ্যাসিষ্ট সরকারের শাসনকালে জামায়াতের নেতাকর্মীরা সারা দেশে নানা নির্যাতন ,জুমুল,মিথ্যা মামলার শিকার হয়ে জেল হাজতে গিয়েছেন । বতমান ছাত্র-জনতার আন্দোলনে দেশ ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে । দেশ পেয়েছে নতুন প্রাণ । নতুন এ দেশের মানুষকে নিরাপত্তা,স্বাধীনতা রক্ষা করার জন্য প্রত্যেক নাগরিককে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে । আমি নতুন ভাবে আবার নির্বাচিত হয়েছি । আপনারা আমাকে সার্বিক সহযোগিতা করলে জেলা পর্যায়ে জামাত হবে একটি শক্তিশালি দল । দলকে নতুনভাবে গঠনে ইতিমধ্যে ইউনিয়ন,থানা,পৌর ও জেলা শহরে ঐক্যবদ্ধভাবে কাজ করছে জামাতের নেতাকর্মীরা ।