মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » নড়াইলে ৩০টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করলো পুলিশ
নড়াইলে ৩০টি মোবাইল ফোন ও বিকাশ প্রতারণার টাকা উদ্ধার করলো পুলিশ
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে বিভিন্ন সময়ে চুরি বা হারিয়ে যাওয়া ৩০টি মোবাইল ফোন উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার (৫ নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের কার্যালয়ে মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন পুলিশ সুপার কাজী এহসানুল কবীর।
তিনি বলেন, তথ্য প্রযুক্তির সহায়তায় সাইবার ক্রাইম ইনভেস্টিগেসন সেলের (সিসিআইসি) সদস্যরা ফোনগুলো উদ্ধার করেন। এছাড়া বিকাশের মাধ্যমে প্রতারণা করে হাতিয়ে নেয়া ৮০ হাজার টাকাও উদ্ধার করে মালিককে ফিরিয়ে দেয়া হয়।
এ সময় উপস্থিত ছিলেন-পুলিশের বিশেষ শাখার ভারপ্রাপ্ত কর্মকর্তা মীর শরিফুল ইসলাম, ডিবি পুলিশের ওসি ছাব্বিরুল আলম, সিসিআইসির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা শাহ দারা খানসহ অনেকে।
ভুক্তভোগীরা বলেন, মোবাইল ফোন ও বিকাশের টাকা ফেরত পেয়ে আমরা আনন্দিত। এজন্য পুলিশ সুপারসহ সংশ্লিষ্টদের ধন্যবাদ জানাই। পুলিশকে সবসময় জনগণের সেবক হিসেবে দেখতে চাই।