মঙ্গলবার ● ৫ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » মাগুরায় বালিয়াডাঙ্গা গ্রামে সংঘর্ষ ; আহত ২০
মাগুরায় বালিয়াডাঙ্গা গ্রামে সংঘর্ষ ; আহত ২০
মাগুরা প্রতিনিধি : মাগুরায় বালিয়াডাঙ্গা গ্রামে বসতবাড়ির পাশে মুরগির খামার করায় দুর্গদ্ধ ছড়িয়ে পড়ায় ব্যবসায়ীর সাথে গ্রামবাসির সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার দুপুরে মাগুরা বালিয়া ডাঙ্গা গ্রামে এ সংঘর্ষ হয়। এতে উভয় পক্ষের ২০জন আহত হয়েছে। ভাঙচুর করা হয়েছে বাড়ি ঘর। এ ঘটনায় আহতরা হলেন, রিফাত (২০) জিহাদ (১৬) মাহামুদ (৩০) আাকিদুল ( ৩৫) রাসলে (২৫) রনি ( ২৭) ইমাম (৪০) আহতদের মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। বালিয়াডাঙ্গা গ্রামে বাসিন্দা আরমান হোসেন বলেন, ব্যবসায়ী শামীম দীর্ঘ গ্রামের ভিতর বসতবাড়ির পাশে প্রভাব খাটিয়ে বেশ কয়েকটি মুরগির খামার গড়ে তুলেছেন। এতে প্রচন্ড ভাবে দুর্গদ্ধ ছড়ায়। মুরগির দুর্গদ্ধে অতিষ্ঠি হয়ে পড়েছেন গ্রামীবাসির। তাকে একাধিবার মৌখিক ভাবে গদ্ধ নিবারন করা কথা বলেও তিনি কোন পদক্ষেপ গ্রহণ করেনি। যার এক পয়ায়ে ক্ষিপ্ত হয়ে বালিয়া ডাঙ্গা পশ্চিম পাড়া মোড় এলাকায় পূর্ব পরিকল্পনা অনুয়ায়ী শামীম ও তার লোকজন অর্তকিত গ্রামবাসির উপর হামলা করে এতে উভয় পক্ষে কম ৩০ জন আহত হয়। আহতদের মাগুরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মাগুরা সদর থানার অফিসার ইনর্চাজ আয়ুব আলী বলেন, দুপুরে বালিয়া ডাঙ্গা পশ্চিম পাড়া গ্রামে ব্যবসায়ী শামীম ও গ্রাম বাসির মধ্যে মুরগির খামারের দুর্গদ্ধ ছড়িয়ে পড়াকে কেন্দ্র করে সংঘর্ষ শুরু হয়। এ সময় উভয় পক্ষেরর লোক আহত হয় । আহদের সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে।