বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » অর্থনীতি » জাতীয় সমবায় দিবসে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির স্বর্ণপদক লাভ
জাতীয় সমবায় দিবসে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির স্বর্ণপদক লাভ
খুলনার পাইকগাছায় ঐতিহ্যবাহী কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার লাভ করেছে। গত ২ নভেম্বর স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের আওতায় সমবায় অধিদপ্তর আয়োজিত জাতীয় সমবায় দিবসের অনুষ্ঠানে ব্যবসায়ী সমবায় সমিতি ক্যাটাগরিতে শ্রেষ্ঠ সমবায় সমিতি হিসেবে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতিকে -২০২৩ জাতীয় সমবায় পুরস্কার হিসেবে স্বর্ণপদক, ১ লাখ টাকার চেক ও সনদপত্র প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় এবং ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা এএফ হাসান আরিফ এর নিকট থেকে পুরস্কার গ্রহণ করেন সমিতির নেতৃবৃন্দ।অনুষ্ঠানে মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উপদেষ্টা শারমীন এস মুরশিদ, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের সচিব মোসাম্মাৎ শাহানারা খাতুন ও সমবায় অধিদপ্তরের মহাপরিচালক শরিফুল ইসলাম সহ অন্যান্য অতিথিবৃন্দ উপস্থিত ছিলেন।
তথ্যমতে উপজেলা থেকে বছরে প্রায় ৩৭ হাজার মেট্রিক টন কাঁকড়া উৎপাদন ও রপ্তানি হয়ে থাকে। কাঁকড়ার চাষ থেকে শুরু করে বিপণন পর্যায়ে এলাকার হাজার হাজার মানুষের কর্মসংস্থান হয়েছে। এদিকে ব্যবসায়ীদের কাঁকড়া উৎপাদন ও বিপননে সার্বিক সহযোগিতা করতে ২০০১ সালের ৬ আগস্ট গঠন করা হয় পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি। যার নিবন্ধন নং ৫২ কে। বর্তমানে সমিতির ৩ শত ২৮ জন সদস্য রয়েছে। সমিতির মাধ্যমে শেয়ার সঞ্চয় আদায় পূর্বক পূঁজি গঠন, ঋন বিতরণ ও আদায়ের মাধ্যমে ব্যবসায়ী ও সদস্যের আর্থিক ও সামাজিক অবস্থার উন্নয়ন, পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি এবং চীন,তাইওয়ান,হংকং,মালয়েশিয়ায় কাঁকড়া রপ্তানি করার মাধ্যমে দেশের উন্নয়নে গুরুত্বপুর্ণ অবদান রেখে চলেছে পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি। সমিতির মাধ্যমে ইতোমধ্যে ২৩ হাজার মানুষের পরোক্ষ কর্মসংস্থান সৃষ্টি হয়েছে। সমিতির আওতায় গড়ে উঠেছে দেড় শতাধিক কাঁকড়া ডিপো। বর্তমানে সমিতির ১ কোটি ৩৫ লাখ টাকার মূলধন সহ বিভিন্ন সম্পদ রয়েছে। মসজিদ মার্কেটে সমিতির অনূকূলে ৩ টি ঘর রয়েছে, শিববাটী মৌজায় নিজস্ব ২ বিঘা জমি রয়েছে। কাঁকড়া পরিবহনের জন্য ৫ টি পিকআপ রয়েছে। এছাড়া দুই শতক জমির উপর নিজস্ব ট্রেনিং সেন্টার রয়েছে। সমিতির কার্যক্রমের পাশাপাশি সমিতির পক্ষ থেকে বিভিন্ন ধর্মীয় এবং সামাজিক প্রতিষ্ঠান ও দুর্যোগে ক্ষতিগ্রস্থ মানুষকে সার্বিক সহযোগিতাসহ জাতীয় দিবস উদযাপন করা হয়। এভাবেই নানা ধরনের কার্যক্রমের মাধ্যমে প্রশংসা অর্জন করেছে ঐতিহ্যবাহী সমবায় সমিতিটি। প্রথমবারে জাতীয় সমবায় পুরস্কার লাভ করায় সমবায় বিভাগ সহ সংশ্লিষ্ঠ সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতির সভাপতি হিরামন মন্ডল ও সাধারণ সম্পাদক শিবপদ নাথ সহ সমিতির নেতৃবৃন্দ।
উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবির বলেন, ভালো কার্যক্রমের জন্য পাইকগাছা কাঁকড়া ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় সমবায় পুরস্কার লাভ করেছে। এ অর্জনের সকল কৃতিত্ব সমিতির সকল সদস্যের। তিনি বলেন আমি অত্র উপজেলায় প্রায় তিন বছর কর্মরত রয়েছি। এসময়ের মধ্যে এনিয়ে পর পর দুই বছর অত্র উপজেলার দুটি ব্যবসায়ী সমবায় সমিতি জাতীয় পুরস্কার লাভ করেছে। এর জন্য আমি অত্যন্ত ধন্য এবং গর্বিত। এমন অর্জন অত্র এলাকার জন্য গর্বের বিষয়।
পুরস্কার প্রাপ্তিতে সমিতির নেতৃবৃন্দ বিভাগীয় যুগ্ম নিবন্ধক মিজানুর রহমান, জেলা সমবায় কর্মকর্তা সৈয়দ জসিম উদ্দিন, পাইকগাছা উপজেলা নির্বাহী অফিসার মাহেরা নাজনীন ও উপজেলা সমবায় কর্মকর্তা হুমায়ূন কবিরের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন। উল্লেখ্য সমবায়ের তীর্থ স্থান হিসাবে খ্যাত অত্র উপজেলায় ৫ শতাধিকের বেশি নিবন্ধিত সমবায় সমিতি রয়েছে। যার মধ্যে বেশির ভাগ সমিতি ঋন কার্যক্রমের সাথে যুক্ত বেশি। উপজেলার একদিকে যেমন সমবায়ের তীর্থ স্থান, তেমনি কাঁকড়া উৎপাদন ও রপ্তানির জন্য অত্র এলাকা অত্যন্ত সমৃদ্ধ।