বুধবার ● ৬ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » কৃষি » পাইকগাছায় শীত মৌসুমে রাড়ুলীর দু’মৌজায় মিষ্টি পানি সংরক্ষণ করে বোরো ধান রোপনে কৃষকরা ঐক্যবদ্ধ
পাইকগাছায় শীত মৌসুমে রাড়ুলীর দু’মৌজায় মিষ্টি পানি সংরক্ষণ করে বোরো ধান রোপনে কৃষকরা ঐক্যবদ্ধ
পাইকগাছার রাড়ুলীতে শীত মৌসুমে পোল্ডারে লবন পানি মুক্ত করে মিষ্টি পানিতে বোরো ধান রোপনের প্রস্তুতি নিচ্ছে কৃষকরা। এ লক্ষে বুধবার বিকেলে রাড়ুলীর বোরহানপুর ফুটবল মাঠে এলাকার ঘের মালিক ও কৃষকরা জোটবদ্ধ হয়ে এমন সিদ্ধান্ত গ্রহন করেছেন। ইউনিয়ন বিএনপি’র সভাপতি নাজির আহম্মেদ এর সভাপতিত্বে অনুষ্ঠেয় সভায় চুরাভাঙ্গাড়ী বিল ও বোরহানপুর মৌজায় (বসুখালী)তে প্রায় ১২শত বিঘা জমিতে বোরো ধান রোপনের পরিকল্পনা গ্রহন করা হয়। এলাকাবাসীর ডাকে আয়োজিত সভায় বক্তব্য রাখেন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সিনিয়র সহ-সভাপতি প্রানকৃষ্ণ দাশ, জামায়েত নেতা মহিবুল্লাহ, ইউনিয়ন ছাত্রদল সভাপতি তানভীর আহমেদ, ফারুক সানা, জাহিদ হাসান, হাসান মোড়ল, আঃ সামাদ, ওয়াজেদ আলী শেখ, খলিল সানাসহ অনেকে। সভায় অভিযোগ করা হয় পর-পর দু’বছর এলাকার কৃষকরা ৯ নং পোল্ডারে বোরো ধান রোপন করলেও প্রভাবশালী ঘের মালিকরা সরকারি স্লুইস গেট দিয়ে পোল্ডারে লবন পানি উত্তোলন ধান নষ্ট করে ক্ষতি করে দেয়। ঘের মালিকরা ক্ষমতা বলে পোল্ডারে লবন পানি উত্তোলন করে লাগানো ধান নষ্ট করে দিয়ে সামান্য ক্ষতিপুরন দিয়ে পার পেয়ে যায়। সেই অভিজ্ঞায় এলাকার কৃষকরা পোল্ডারে মিষ্টি পানি সংরক্ষণ করে আগামী শীত মৌসুমে স্লুইস গেটের মুখ বন্ধ করে বোরোধান রোপনে সংশ্লিষ্ট প্রশাসনের সহযোগিতা কামনা করেছেন।