শিরোনাম:
পাইকগাছা, বুধবার, ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১

SW News24
রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত
প্রথম পাতা » বিবিধ » নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত
১৯ বার পঠিত
রবিবার ● ১০ নভেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

নড়াইলে গণপ্রকৌশল দিবস পালিত

---
ফরহাদ খান, নড়াইল ; শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে নড়াইলে ৫৪তম গণপ্রকৌশল দিবস পালিত হয়েছে। ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) নড়াইল জেলা শাখার আয়োজনে রোববার (১০ নভেম্বর) দুপুরে নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র থেকে শোভাযাত্রা বের করা হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান। আইডিইবি নড়াইল জেলা শাখার সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন-সংগঠনের জেলা শাখার সাধারণ সম্পাদক বিএম রমিচ উর রহমান।

বিশেষ অতিথি ছিলেন-নড়াইল সদর উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, নড়াইল কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ আবুল বাসার আল মামুন সিদ্দিকী, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হায়াতুজ্জামান হায়াত, নড়াইল সদর থানার ওসি সাজেদুল ইসলামসহ অনেকে।

বক্তারা বলেন, ডিপ্লোমা প্রকৌশলীরা দেশে বিভিন্ন ক্ষেত্রে অনেক অবদান রাখছেন। অর্থনৈতিক ভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তাই আইডিইবি ৫৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এবারের স্লোগান-বৈষম্যহীন কর্মক্ষেত্র-সময়ের দাবি’। আশা করছি বর্তমান সরকার সেদিকে নজর রাখবে।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)