রবিবার ● ১৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » খেলা » মাগুরায় ঘোড়ানাচ গ্রামে ঐতিহ্যবাহি লাঠি খেলা,হাডুডু প্রতিযোগিতা ও গ্রামীন মেলা
মাগুরায় ঘোড়ানাচ গ্রামে ঐতিহ্যবাহি লাঠি খেলা,হাডুডু প্রতিযোগিতা ও গ্রামীন মেলা
মাগুরা প্রতিনিধি : মাগুরা সদর উপজেলা চাউলিয়া ইউনিয়নের ঘোড়ানাচ গ্রামে সরদার জাহিদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে দুইদিন ব্যাপী হয়ে গেল গ্রাম বাংলা ঐতিহ্যবাহি লাঠি খেলা ও গ্রামীন মেলা। বৃহস্পতিবার হাডুডু প্রতিযোগিতা ও শুক্রবার বিকালে লাঠি খেলা অনুষ্ঠিত হয়। এ লাঠি খেলায় ঝিনাইহের শৈলকূপা,নড়াইল,রাজরাড়ী ,মাগুরার ১০টির বেশি লাঠিয়াল দল অংশ গ্রহণ করেন। নানা চৌকশ অঙ্গভঙ্গি প্রদশন করে লাঠিয়াল দল খেলা প্রদশন করে।
লাঠিখেলাকে ঘিরে বসে গ্রামীণ মেলা। এ মেলায় শিশুদের খেলনা, বাহারি সহ খাবার দেথা যায়।
আয়োজন কমিটির প্রধান এস এম জাহিদুল ইসলাম বলেন, এ মেলা দীঘ ৮০ বছর ধরে আমাদের গ্রামে হয়ে আসবে। নানা সমস্যার কারণে কিছু বছর এ মেলা বন্ধ ছিল। তারপর আমরা আবার উদ্যোগ নিয়ে আবার এ মেলা শুরু করেছি। গ্রাম বাংলার হারানো ঐতিহ্যকে ফিরিয়ে আনতে আমাদের এ আয়োজন। আধুনিক সভ্যতার আড়ালে হারিয়ে যাওয়া গ্রাম বাংলার ঐতিহ্যকে বর্তমান নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে মাগুরা ঘোড়ানাচ সর্দার ফাউন্ডেশন এ লাঠি খেলার আয়োজন করেছে।
ঘোড়ানাচ গ্রামের লাঠিয়াল দলের লাঠি খেলার কসরত দেখে মুদ্ধ উপস্থিত দর্শনার্থীরা। তাদের দলের লাঠি খেলা মুদ্ধ করছে সব লাঠি প্রেমীদের। বিশেষ করে ষাটউধ্ব বয়সী লাঠিয়ালদের কসরত ছিল প্রশংসনীয়। সদরের বিভিন্ন গ্রামের সাধারণ নারী-পুরুষ,যুবক,কিশোর-কিশোরী এ গ্রামীণ মেলা দেখতে ভিড় করে।