বুধবার ● ২৭ নভেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » চট্রগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মাগুরায় বিক্ষোভ সমাবেশে
চট্রগ্রামে আইনজীবী হত্যার ঘটনায় মাগুরায় বিক্ষোভ সমাবেশে
মাগুরা প্রতিনিধি :সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর গ্রেপ্তার করাকে কেন্দ্র করে আইনজীবী অ্যডাভোকেট সাইফুল ইসলাম আলিফ (৩৫) নামে আইনজীবীকে কুপিয়ে হত্যার প্রতিবাদে মাগুরা জজ কোটের সামনে বিক্ষোভ সমাবেশে করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। বুধবার সকালে মাগুরা জজ আদালত চত্বরের সামনে এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
জাতীয়তাবাদি আইনজীবী সমিতির সভাপতি খান রোকনুজ্জামান এর সভাপতিত্বে বক্তারা বলেন, চট্রগ্রামে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও আইনজীবীদের সঙ্গে বাংলাদেশ সনাতনী জাগরনী জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর অনুসারীদের সঙ্গে সংঘর্ষের সময় এক আইনজীবী খুন হয়েছে। এ ঘটনায় জড়িতদের দ্রæত আইনের মাধ্যমে বিচার করতে হবে। বক্তারা আরো বলেন, সম্প্রতি একটি গোষ্ঠী বাংলাদেশের সম্প্রদায়ীক সম্প্রীতি নষ্ট করতে ষড়যন্ত্র চালাছে।
বিক্ষোভ সমাবেশে বক্তব্য রাখেন, অ্যাডভোকেট রশিদ, কুমুদ রঞ্জন বিশ্বাস, তরিকুল ইসলাম কবির, মনিরুল ইসলাম কামুল,বিজ্ঞ বিপি সাখাওয়াত হোসেনসহ সিনিয়র আইনজীবীগন উপস্থিত ছিলেন। বিক্ষোভ সমাবেশে শেষে মিছিল বের হয়। মিছিলটি শহরের চৌরাঙ্গী মোড় ঘরে জজ কোটে গিয়ে শেষ হয়।