বুধবার ● ৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথকর্মী সভা অনুষ্ঠিত
নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের যৌথকর্মী সভা অনুষ্ঠিত
ফরহাদ খান, নড়াইল ; সাম্য ও মানবিক সমাজ বিনির্মাণে নড়াইলে যুবদল, স্বেচ্ছাসেবকদল ও ছাত্রদলের দিক নির্দেশনামূলক যৌথকর্মী সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (৩ ডিসেম্বর) বিকেলে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন-যুবদল কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি রেজাউল করিম পল। প্রধান অতিথির বক্তৃতা করেন-স্বেচ্ছাসেবকদল কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক রাজীব আহসান।
বিশেষ অতিথির বক্তৃতা করেন-যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক (খুলনা বিভাগ) এম তমাল আহমেদ, ছাত্রদলের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ আমান ও যুগ্মসাধারণ সম্পাদক সোহেল রানা।
এছাড়া বক্তৃতা করেন-যুবদলের জেলা সভাপতি মশিয়ার রহমান, সাধারণ সম্পাদক সায়দাত কবীর রুবেল, স্বেচ্ছাসেবক দলের জেলা আহবায়ক খন্দকার ফসিয়ার রহমান, সদস্য সচিব খন্দকার মঞ্জুরুল সাইদ বাবু, ছাত্রদলের জেলা সভাপতি ফরিদ বিশ্বাস, সাধারণ সম্পাদক খন্দকার মাহমুদুল হাসান সনিসহ অনেকে।