শনিবার ● ১৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাগুরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় শহিদ বুদ্ধিজীবী দিবস পালিত হয়েছে। এ উপলক্ষে শনিবার সকাল ১০ টায় স্থানীয় নোমানী ময়দানে মুক্তিযোদ্ধা স্মৃতিস্তম্ভে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পন করেন জেলা প্রশাসন,পুলিশ প্রশাসন,মুক্তিযোদ্ধা সংসদ,মাগুরা পৌরসভা,মাগুরা ২৫০ শয্যা সদর হাসপাতাল,গণপূর্ত,পল্লী বিদ্যুৎ সমিতি,সরকারি মহিলা কলেজ,জেলা শিল্পকলা একাডেমীসহ সরকারি-বেসরকারি প্রতিষ্টান সমূহ। পুষ্পস্তবক অর্পন শেষে একই স্থানে আলোচনা সভা অনুষ্টিত হয়। সভায় শহিদ বুদ্ধিজীবী দিবসের তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: অহিদুল ইসলাম,পুলিশ সুপার মিনা মাহমুদা (বিপিএম),সিভিল সার্জন ডাক্তার শামীম কবির ও মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট ইসলাম সর্দ্দার প্রমুখ। এ সময় সরকারি কর্মকর্তা,বিভিন্ন সংস্থার প্রধান,শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান,শিক্ষার্থীসহ সুধীজন উপস্থিত ছিলেন। শেষে ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে সকল শহিদদের আতœার মাগফেরাত কামনা করে দোয়া করা হয়। দোয়া পরিচালনা করেন মুফতি মাওলানা আমিনুল ইসলাম ।