সোমবার ● ১৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » খুলনার পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু
খুলনার পাইকগাছায় গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে আ.লীগ নেতার মৃত্যু
পুলিশের গ্রেপ্তার এড়াতে পালাতে গিয়ে খুলনার পাইকগাছা পৌরসভা আওয়ামী লীগের সদস্য সচিব ও সাবেক কাউন্সিল হেমেশ চন্দ্র মণ্ডলের(৫৭) মৃত্যু হয়েছে। রোববার মধ্যরাতে পাইকগাছা পৌরসভার বাতিখালি নিজ বাড়িতে এ ঘটনা ঘটে।
স্থানীয় লোকজন জানায়, রাতে পুলিশ বাতিখালি এলাকায় হেমেশ চন্দ্র মণ্ডলের বাড়িতে অভিযান চালায়। তখন তিনি পাশের বাড়িতে ছিলেন। তিনি পালানোর জন্য ওই বাড়ির ছাদ থেকে বাথরুমের পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে পাইকগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পথে রাত সাড়ে ১২টার দিকে তার মৃত্যু হয়।
স্থানীয় লোকজন জানান, হেমেশ চন্দ্র মণ্ডলের ২ মেয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সক্রিয় কর্মী।
পাইকগাছা থানার ওসি মোঃ সবজেল হোসেন বলেন, হেমেশ চন্দ্র মণ্ডলের বিরুদ্ধে একটি মামলা রয়েছে। তিনি ছাদ থেকে পাইপ বেয়ে নামার সময় পাইপ ভেঙে নিচে পড়ে আহত হন। পরে খুলনায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহ খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। বিষয়টি খুলনা রেঞ্জ ডিআইজি ও পুলিশ সুপারকে অবহিত করা হয়েছে।