শুক্রবার ● ২০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আশাশুনির খাজরার এক শিশু জালালাবাদ মাদ্রাসা থেকে নিখোঁজ
আশাশুনির খাজরার এক শিশু জালালাবাদ মাদ্রাসা থেকে নিখোঁজ
আশাশুনি : আশাশুনির খাজরার এক শিশু জালালাবাদ বাবর আলী কওমী মাদ্রাসা থেকে নিখোঁজ হয়েছে। গত দু’দিনে তার কোন সন্ধান পাওয়া যায়নি।
জানাগেছে, উপজেলার খাজরা ইউনিয়নের ফটিকখালী গ্রামের মন্তাজ সরদারের ছেলে সুলতান (১৪) দাকোপ কাকড়াবুনিয়া জালালাবাদ বাবর আলী কওমী মাদ্রাসার ছাত্র। সবার অজান্তে সে দু’দিন পূর্বে মাদ্রাসা থেকে কোথায় চলে গেছে। অনেক খোজাখুঁজির পরও তার কোন সন্ধান পাওয়া যায়নি। শ্যামলা রঙের হালকা পাতলা শিশুটির কোন সন্ধান পেলে ০১৯৪০-৫১৮১২৮ বা ০১৯১১-২৭২০৬৬ নং মুঠোফোনে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তার পরিবারের লোক।