মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
লিডার্সের আয়োজনে সেবাদানকারী প্রতিষ্ঠান ও উপকারভোগীদের সংলাপ
বেসরকারি উন্নয়ন সংস্থা লিডার্সের আয়োজনে মানুষের জন্য ফাউনডেশন (এমজেএফ) ও এম্বাসি অফ সুইডেন এর সহযোগিতায় কমিউনিটি ভিত্তিক সহনশীলতা ও নারীর ক্ষমতায়ন কর্মসূচী (ক্রিয়া) প্রকল্পের আওতায় সেবাদানকারী প্রতিষ্ঠানের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়। ২৩ ডিসেম্বর সোমবার শ্যামনগর উপজেলা পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। উক্ত সংলাপ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব নজরুল ইসলাম। সেবাদানকারী প্রতিষ্ঠানের মধ্যে উপস্থিত ছিলেন নির্বাহী ম্যাজিস্ট্রেট (ভূমি বিষয়ক কর্মকর্তা ),মহিলা বিষয়ক কর্মকর্তা,কৃষি বিষয়ক কর্মকর্তা, প্রানি সম্পদ কর্মকর্তা, শিক্ষা কর্মকর্তা, উপজেলা তথ্য আপা ,পরিবার পরিকল্পনা কর্মকর্তা, অবসর প্রাপ্ত শিক্ষক ও সাংবাদিকসহ বুড়ীগোয়ালিনী ও গাবুরা ইউনিয়নের উপকারভোগী সদস্যরা। আব্দুল্লাহ আল রিফাত (সহকারী কমিশনার ভূমি ) বলেন, সুপেয় পানি সংকট এর কারনে অনেক দূর থেকে নারীদের পানি আনতে হয় যেখানে তাদের সময় এবং পরিশ্রম হয়। জলবায়ু সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য এলাকায় উঠান বৈঠক এর মাধ্যমে সচেতনতা বৃদ্ধি করা এবং তিনি আরও বলেন জলবায়ু সহনশীলতা ও সক্ষমতা বৃদ্ধির জন্য একটি মডেল ইউনিয়ন তৈরি করতে হবে। এছাড়াও উপকারভোগী যমুনা সর্দার বলেন, নারী শ্রমিকরা লবণাক্ত পানিতে দৈনিক ৬ ঘণ্টা কাজ করার ফলে যে সকল শারীরিক সমস্যা হয় তার চিকিৎসা কমিউনিটি ক্লিনিকে দেওয়া হয় না। গাবুরা থেকে আগত আজমুন্ নাহার বলেন, গাবুরাতে হাইস্কুল কম থাকায় মেয়েদের বাল্য বিবাহ হয়ে যায়। তারা এসব সমস্যা সমাধানের জন্য সরকারের দৃষ্টি আকর্ষণ করেন। উক্ত সংলাপ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন প্রজেক্ট অফিসার সুলতা সাহা। প্রকল্পের কাজের অগ্রগতি উপস্থাপন করেন প্রকল্প সমন্বয়কারী সুব্রত অধিকারী।