মঙ্গলবার ● ২৪ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কয়রায় আগমন উপলক্ষে কয়রার সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমানের কয়রায় আগমন উপলক্ষে কয়রার সাংবাদিকদের সাথে জামায়াত নেতৃবৃন্দের মতবিনিময়
অরবিন্দ কুমার মণ্ডল, কয়রা, খুলনাঃ আগামী ২৬ ডিসেম্বর বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় আমির ডাঃ শফিকুর রহমানের কয়রায় আগমন উপলক্ষে কয়রায় জামায়াতে ইসলামীর কর্মী সম্মেলন বাস্তবায়নে প্রিন্ট ও ইলেক্ট্রোনিক মিডিয়ার সংবাদ কর্মীদের সাথে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৪ ডিসেম্বর মঙ্গলবার বিকাল ৩ টায় বাংলাদেশ জামায়াতে ইসলামী কয়রা উপজেলা কার্যালয়ে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। উপজেলা জামায়াতের আমির মাওলানা মিজানুর রহমাননের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আযাদের পরিচালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জামায়াতের কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ও খুলনা অঞ্চলের সহকারী পরিচালক মাওলানা আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, খুলনা জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক মিয়া গোলাম কুদ্দুস, অ্যাডঃ মোস্তাফিজুর রহমান ও অধ্যক্ষ গাওসুল আজম হাদী। এতে আরও বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সিনিয়র সাংবাদিক এম আইউব আলী, জামায়াত নেতা অধ্যাপক ওলিউল্যাহ, মাওলানা সুজাউদ্দিন, মিজানুর রহমান, মাওলানা মতিউর রহমান, শিক্ষক নূর কামাল প্রমুখ। মতবিনিময় সভায় কয়রার বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও ইলেক্ট্রোনিক পত্রিকার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।