বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরা টাউন হল ক্লাবের শত বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা
মাগুরা টাউন হল ক্লাবের শত বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা
মাগুরা প্রতিনিধি; ঐতিহ্যবাহী মাগুরা টাউন হল ক্লাবের একশত বছর পূর্তি উপলক্ষে শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া দুই দিনব্যাপী নানা আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হচ্ছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় টাউন হল ক্লাবের চত্বর থেকে শহরে বর্ণাঢ্য রেলি বের হয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ক্লাবে গিয়ে শেষ হয়। রেলিতে মাগুরা জেলা প্রশাসক ও টাউন হল ক্লাবের সভাপতি মো: ওয়াহিদুল ইসলাম, জেলা বিএনপির সদস্য সচিব ও ক্লাবের আজীবন সদস্য আলহাজ্ব মনোয়ার হোসেন খান, মাগুরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক সাইদুর রহমান, টাউন হল ক্লাবের সাধারণ সম্পাদক জায়েদ বিন কবির নিশানসহ শতাধিক সদস্যরা রেলিতে অংশ নেয়। সন্ধ্যায় ক্লাবের আয়োজনে নোমানী ময়দান অডিটোরিয়ামে নাটক ‘একটু সুখের আশায়’ মঞ্চায়িত হবে। শুক্রবার একই অডিটোরিয়ামে বিকাল থেকে সম্মাননা প্রদান, আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রয়েছে।