

বৃহস্পতিবার ● ২৬ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » মাগুরায় ২৫ ক্যাডার বৈষম্য নিরসন সমন্বয় পরিষদের মানববন্ধন
মাগুরায় ২৫ ক্যাডার বৈষম্য নিরসন সমন্বয় পরিষদের মানববন্ধন
মাগুরা প্রতিনিধি :মাগুরায় কৃত্য পেশা ভিত্তিক মন্ত্রণালয় চাই, উপ-সচিব পদে সকল কোটার অবসানসহ জনবান্ধন সিভিল সার্ভিসের দাবিতে ২৫ ক্যাডার বৈষম্যনিরসন সমন্বয় পরিষদের মানববন্ধন সমাবেশ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে মাগুরা প্রেসক্লাবের সামনে ২৫ ক্যাডার বৈষম্য নিরসন সমন্বয় পরিষদ এ মানববন্ধন করে। মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন, মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের অধ্যাপক আব্দুল ওয়াদুদ, অধ্যাপক আবু সাঈদ মোল্যা, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাহিদ পারভেজ, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড. ইয়াসিন আলী প্রমুখ।