মঙ্গলবার ● ২ আগস্ট ২০১৬
প্রথম পাতা » প্রধান সংবাদ » পাইকগাছায় পিসি রায়ের ১৫৫ তম জন্ম বার্ষিকী পালিত
পাইকগাছায় পিসি রায়ের ১৫৫ তম জন্ম বার্ষিকী পালিত
বিজ্ঞানী পিসি রায়ের প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ করা হবে
এস ডব্লিউ নিউজ ॥
পাইকগাছা বিশ্ব বরেণ্য বিজ্ঞানী পিসি রায়ের জন্ম বার্ষিকীর আলোচনা সভায় প্রধান অতিথি জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ বলেছেন, পিসি রায় জন্মস্থান রাড়–লী কিংবা পাইকগাছা নয় গোটা বাংলাদেশকে ধন্য করেছেন। একাধারে তিনি শিক্ষাবিদ, শিল্পপতি, রসায়নবিদ, সমাজসেবক, সমবায় আন্দোলনের পুরোধা, রাজনীতিবিদ ও অসাম্প্রদায়িক চেতনার বহু গুনের মানুষ ছিলেন। তার জীবন আদর্শ বর্তমান প্রজন্মের মাঝে ছড়িয়ে দেয়ার আহবান জানিয়ে বিজ্ঞানী পিসি রায়ের প্রতিষ্ঠিত সকল শিক্ষা প্রতিষ্ঠান পর্যায়ক্রমে জাতীয়করণ ও বসতবাড়ীতে পর্যটন কেন্দ্র গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। মঙ্গলবার সকালে পিসি রায়ের বসতবাড়ীতে উপজেলা প্রশাসন এবং রাড়–লী ইউনিয়ন পরিষদের ব্যবস্থাপনায় জেলা প্রশাসন আয়োজিত বিজ্ঞানী পিসি রায়ের ১৫৫ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভায় জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ প্রশাসক শেখ হারুনুর রশিদ। বিশেষ অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান এ্যাডঃ স.ম. বাবর আলী, অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) এস,এম, শফিউল্লাহ, উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) মুহাম্মদ নাজমুল হক, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার শেখ শাহাদাৎ হোসেন বাচ্চু, উপজেলা ভাইস চেয়ারম্যান মাওঃ শেখ কামাল হোসেন, সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট অংগ্যজাই মারমা, ওসি মারুফ আহম্মাদ, ওসি (তদন্ত) এস,এম, জাবীদ হাসান, ইউপি চেয়ারম্যান আব্দুল মজিদ গোলদার, কওসার আলী জোয়াদ্দার, রিপন কুমার মন্ডল, সাবেক চেয়ারম্যান আবুল কালাম আজাদ, আলহাজ্ব মুনছুর আলী গাজী, অধ্যক্ষ রবিউল ইসলাম, মিহির বরণ মন্ডল, গোপাল চন্দ্র ঘোষ, হাবিবুল্লাহ বাহার, আ’লীগনেতা শারমিন আক্তার শিখা, আখতারুজ্জামান সুজা, আব্দুর রাজ্জাক মলঙ্গী, রতন কুমার ভদ্র, সাংবাদিক আব্দুল আজিজ, প্রেসক্লাব পাইকগাছার সভাপতি প্রকাশ ঘোষ বিধান ও ইমদাদুল হক। বক্তব্য রাখেন, সাস’র পরিচালক শেখ ইমান আলী, আ’লীগনেতা আব্দুল হাকিম গোলদার, উত্তম কুমার দাশ, যুবলীগনেতা শেখ আনিছুর রহমান মুক্ত, ছাত্রলীগনেতা শেখ আবুল কালাম আজাদ, শেখ ময়জুর রহমান, হাবিবুর রহমান হাবিব, শিক্ষার্থী সাব্বির হোসেন ও নুরুল হক গাজী। অনুষ্ঠান পরিচালনা করেন, প্রভাষক ময়নুল ইসলাম ও প্রভাষক মাসুদুর রহমান মন্টু। অনুষ্ঠানের শুরুতেই অতিথিবৃন্দ বিজ্ঞানীর প্রতিকৃতিতে মাল্যদান করেন। এর আগে অতিথিবৃন্দ বিজ্ঞানী পিসি রায়ের পিতা হরিশ্চন্দ্র রায়ের প্রতিষ্ঠিত প্রায় ২শ বছরের পুরানো উপমহাদেশের দ্বিতীয় নারী বিদ্যাপীঠ ভূবনমোহিনী মাধ্যমিক বালিকা বিদ্যালয় পরিদর্শন করেন। অনুষ্ঠানে রাড়–লী ইউনিয়নের ৮নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল হামিদের নেতৃত্বে বিভিন্ন দল থেকে অর্ধশতাধিক নেতাকর্মী প্রধান অতিথির হাতে ফুলের তোড়া দিয়ে আওয়ামীলীগে যোগদান করেন। সবশেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।