রবিবার ● ২৯ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » অপরাধ » পাইকগাছায় চোরাই মালামালসহ দুই চোর গ্রেফতার
পাইকগাছায় চোরাই মালামালসহ দুই চোর গ্রেফতার
পাইকগাছায় চুরি হওয়া মালামালসহ দুই চোরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার ভোর সাড়ে ছয়টার দিকে উপজেলার কাশিম নগর বাজার এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।
মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পুলিশ পরিদর্শক সুমন গাইন জানান, উপজেলার শ্রীরামপুর গ্রামের ভোলাগাজীর ছেলে আসলাম গাজী(২৪), নাছিরপুর গ্রামের নুরুজ্জামান মোড়লের ছেলে রনি মোড়ল(২২) মসজিদের ব্যটারী চুরি করে পালানোর সময় কাশিম নগর এলাকা থেকে সকাল সাড়ে ছয়টার দিকে চুরি হওয়া মালামালসহ তাদেরকে গ্রেফতার করা হয়। পাইকগাছা থানার অফিসার ইনচার্জ মোঃ সবজেল হোসেন জানান, শনিবার রাতে দুইজন চোর মসজিদের ব্যটারী চুরি করে পালানোর সময় রোববার ভোরে তাদেরকে মালামালসহ হাতেনাতে গ্রেফতার করা হয়। এ ছাড়াও তাদের বিরুদ্ধে থানায় আরো ৫ টি চুরি মামলা রয়েছে। রোববার দুপুরে আদালতের মাধ্যমে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়েছে।