শিরোনাম:
পাইকগাছা, বৃহস্পতিবার, ২ জানুয়ারী ২০২৫, ১৯ পৌষ ১৪৩১

SW News24
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » বিবিধ » খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলমকে কারাগারে প্রেরণ
প্রথম পাতা » বিবিধ » খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলমকে কারাগারে প্রেরণ
৩২ বার পঠিত
সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
Decrease Font Size Increase Font Size Email this Article Print Friendly Version

খুলনা মহানগর আ’লীগের দপ্তর সম্পাদক মাহাবুব আলমকে কারাগারে প্রেরণ

--- খুলনা মহানগর আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ও দৈনিক দেশ সংযোগ পত্রিকার সম্পাদক মো. মুন্সী মাহবুব আলম সোহাগকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। ৩০ ডিসেম্বর সোমবার দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

রোববার গভীর রা‌তে তা‌কে নগরীর তা‌রের পুকুর এলাকা থে‌কে গ্রেফতার ক‌রে নগর ডি‌বি পু‌লিশ।তার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে মহানগর ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা তৈমুর আলম বলেন, তাকে আমরা গত কয়েকদিন ধরে খুঁজছি। গোপন সংবাদের মাধ্যম আমরা জানতে পারলাম যে তিনি নগরীর তারেরপুকুর এলাকার হাজী মেহের আলী সড়কের একটি বাড়িতে অবস্থান করছেন। এমন সংবাদ পেয়ে আমরা সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করি।

তিনি আরও বলেন, তার বিরুদ্ধে অভিযোগের পাহাড় রয়েছে। তার বিরুদ্ধে খুলনার খালিশপুর থানায় নিয়মিত মামলাও রয়েছে। তাছাড়া হত্যাসহ বিএনপি অফিস ভাংচুর এবং খালিশপুর থানা বিএনপি নেতার বাড়ি ভাংচুরের অভিযোগ রয়েছে।

এদিকে সোমবার দুপুর দেড়টায় কড়া নিরাপত্তায় তাকে মহানগর হাকিম আদালতে হাজির করা হয়। এ সময় আদালত প্রাঙ্গণে বিক্ষোভ করেন বিক্ষুব্ধ লোকজন। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিলে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।





আর্কাইভ

পাঠকের মন্তব্য

(মতামতের জন্যে সম্পাদক দায়ী নয়।)