সোমবার ● ৩০ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » নারী ও শিশু » নারী উদ্যোক্তা দোলেনার উত্থানের গল্প
নারী উদ্যোক্তা দোলেনার উত্থানের গল্প
শাহীন আলম তুহিন ,মাগুরা থেকে : দোলেনা আপা একজন নারী উদ্যোক্তা। তিনি গরু পালনের পাশাপাশি,হাঁসমুরগিও পালন করেন। তার পরিবারে আছে একজন পুত্র ও একজন কন্যা সন্তান। স্বামী বিদেশ থাকেন। দুই সন্তানই স্কুলে লেখাপড়া করেন।
আজ থেকে ১৮ বছর আগে দোলেনা আপা স্বামীর সংসারে আসেন। এসএসসি পাশের পরই তার বিয়ে হয়। তবে লেখা পড়ায় হাল ছাড়েননি তিনি। অভাবী স্বামীর সংসারে এসে পড়েন নানা প্রতিকূলতায়।একদিকে সংসার চালানো অন্য দিকে লেখাপড়ার খরচ যোগাড় করা যেন এক পাহাড়ের মত বাধা এসে হাজির হয় দোলেনার কাছে। কোন অবলম্বন না পেয়ে অবশেষে স্বামীর স্বল্প আয় থেকে সংসার খরচ চালিয়ে কিছু টাকা জমান। সেই জমানো অল্প টাকা দিয়ে ছোট একটা গরুরও কিনে ফেলেন। চলতে থাকে দু:সহ জীবন। এভাবেই তিনি এমএ পাস করেন।তবে জীবন যুদ্ধ শেয় হয়নি তার। অনেক চেষ্টা করেও হলোনা কোন চাকুরি। শেষ পর্যন্ত নিজেই সিদ্ধান্ত নিলেন উদ্যোক্তা হবার। শুরু করলেন গরু উৎপাদনের খামার। পাশে পেলেন ব্র্যাককে। বুনাগাতি ব্র্যাক অফিসের প্রগতি প্রোগাম থেকে ১ লক্ষ টাকা লোন নিয়েই তিনি আরও ২ টি গরু কিনলেন। অল্প কিছু দিনের মধ্যেই তিনি লাভের মুখ দেখা শুরু করলেন। খামারে আস্তে আস্তে বেশ কয়েকটি গরু হলো। তিনি আয়ের টাকা দিয়ে স্বামীকে বিদেশ ও পাঠিয়েছেন। দুজনে মিলে তারা ইতিমধ্যে বেশ জমিও ক্রয় করেছেন,যেটা দুজনের নামেই রাখা হয়েছে। দোলেনা আপার সংসার এখন বেশ স্বচ্ছল। তার নামে বর্তমানে ২ লক্ষ টাকা ব্র্যাকের প্রগতি প্রোগামে লোন চলে। যার কিস্তি তিনি নিজেই চালান। বর্তমানে তার প্রতি মাসে ২০ হাজার টাকার বেশি আয় হয়। ইতিমধ্যে তিনি সিদ্ধান্ত নিয়েছেন ব্র্যাক থেকে তিনি আরও ৫ লক্ষ টাকা লোন নিয়ে একটি মুরগির ফার্ম করবেন ও গরুর খামার আরও প্রসার করবেন।