মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » মিডিয়া » নড়াইলে সাংবাদিককে কুপিয়ে জখম
নড়াইলে সাংবাদিককে কুপিয়ে জখম
ফরহাদ খান,নড়াইল ; সময় টিভির নড়াইল প্রতিনিধি সৈয়দ সজিবুর রহমান সজিবকে (৩০) কুপিয়ে গুরুতর জখম করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ ডিসেম্বর) রাত ১২ টার দিকে নড়াইল শেখ রাসেল সেতুর ওপর এ হামলার ঘটনা ঘটে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতে সজিব গ্রামের বাড়ি লোহাগড়া উপজেলা থেকে মোটরসাইকেলে নড়াইলের দিকে আসছিলেন তিনি। পথিমধ্যে রাসেল সেতুর ওপরে পৌঁছালে দুর্বৃত্তরা তাকে ধারালো অস্ত্র দিয়ে পেটে, পায়ে ও হাতে কুপিয়ে গুরুতর জখম করে পালিয়ে যায়। তাকে প্রথমে নড়াইল জেলা হাসপাতালে ভর্তি করা হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী যু্বক সিফাত ও বরকত জানান, সোমবার রাত সাড়ে ১১টার দিকে মোটরসাইকেল নিয়ে রাসেল সেতুর ওপর দাঁড়িয়ে ছিলেন তারা। এ সময় এনএসআই পরিচয় দিয়ে দুই ব্যক্তি তাদের কাছে জানতে চান, এতো রাতে সেতুর ওপর কী কারণে দাঁড়িয়ে আছেন তারা। একপর্যায়ে তাদের মোটরসাইকেল থানায় নিয়ে যাওয়ার কথা বলে চাবি নেয়ার চেষ্টা করেন এনএসআই পরিচয় দেয়া দুই ব্যক্তি। সেতুর ওপর দিয়ে আসার পথে বিষয়টি নজরে আসে সাংবাদিক সজিবের। একপর্যায়ে ওই দুই ব্যক্তিকে তাদের পরিচয়পত্র দেখাতে বললে বাকবিতন্ডতা সৃষ্টি হয়। এ সময় এনএসআই পরিচয়দানকারী ওই দুই ব্যক্তি তাদের কাছে থাকা ধারালো অস্ত্র দিয়ে সজিবকে এলোপাতাড়ি কুপিয়ে জখম।
সদর থানার ওসি সাজেদুল ইসলাম বলেন, সজিবের ওপর হামলার ঘটনায় জড়িতদের শনাক্ত করে গ্রেফতারের চেষ্টা চলছে।