মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » আঞ্চলিক » নড়াইলে মহাশ্মাশান পুকুর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
নড়াইলে মহাশ্মাশান পুকুর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন
ফরহাদ খান, নড়াইল ; নড়াইলে মহাশ্মাশান পুকুর পুনঃখনন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। সফল ফর ইন্টিগ্রেটেড ওয়াটার রিসোর্স ম্যানেজমেন্ট প্রকল্পের আওতায় মঙ্গলবার (৩১ ডিসেম্বর) দুপুরে নড়াইল সদরের কলোড়া ইউনিয়নের মুশুড়িয়া এলাকায় এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। রাজকীয় নেদারল্যান্ডস দূতাবাসের আর্থিক সহযোগিতায় আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা ‘সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়া’ এবং সহযোগী সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান।
তিনি বলেন, খাল ও পুকুর সংস্কার খুব ভালো উদ্যোগ। এতে ভূগর্ভস্থ পানির ওপর চাপ কমবে। পানির স্তর স্বাভাবিক থাকবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষা হবে। মুশুড়িয়া মহাশ্মাশান পুকুরটি খনন করার মাধ্যমে এলাকার মানুষ উপকৃত হবেন। কৃষির উন্নয়ন হবে। এজন্য সবাইকে পুকুর, খাল-বিল, নদী-নালা পরিস্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। যে কোনো ধরণের প্লাস্টিক, ওয়ানটাইম প্লেট, গ্লাস, কাপসহ পরিবেশের ক্ষতিকারক কিছুই পানিতে এবং সেখানে-সেখানে ফেলা যাবে না।
অনুষ্ঠানে সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার ম্যানেজার-কৃষিবিদ ডক্টর নাজমুন নাহার প্রকল্পের লক্ষ্য, উদ্দেশ্য ও কার্যক্রমের উপর
আলোচনা করেন।
বন্দনা রানীর সঞ্চালনায় ও নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজের অবসরপ্রাপ্ত উপাধ্যক্ষ বরুণ কুমার বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন-অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সঞ্চিতা বিশ্বাস, সদর উপজেলা কৃষি কর্মকর্তা রোকনুজ্জামান, সদর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার রোকনুজ্জামান, সলিডারিডাড নেটওয়ার্ক এশিয়ার প্রোগ্রাম অফিসার রায়হানুল ইসলাম চৌধুরী, জাগরণী চক্র ফাউন্ডেশনের প্রজেক্ট ম্যানেজার কৃষিবিদ রুবেল আলী, এরিয়া ম্যানেজার চিত্ত রঞ্জন রায়, জাহিদুর রহমান, হাদিউজ্জামান, আশিকুজ্জামান, নজরুল ইসলাম, নাদিম হোসেনসহ অনেকে।
বক্তারা বলেন, কৃষি উয়ন্ননে গুরুত্বপূর্ণ বিষয় হলো পানি। রিজার্ভার পুকুর পুনঃখননের ফলে শুষ্ক মৌসুমে পানির ব্যবহার নিশ্চিত হবে। ফলে জলবায়ু সহিষ্ণু উন্নত জাত ও প্রযুক্তির ব্যবহার বৃদ্ধির পাশাপাশি কৃষি উন্নয়ন তরান্বিত হবে। রিজার্ভার ম্যানেজমেন্ট কমিটির বাস্তবায়নে মহাশ্মাশান পুকুর পুনঃখনন কার্যক্রম চলছে।