মঙ্গলবার ● ৩১ ডিসেম্বর ২০২৪
প্রথম পাতা » রাজনীতি » অর্জিত বিপ্লব হাইজ্যাক হওয়ার চেষ্টা চলছে - গণসমাবেশে মামুনুল হক
অর্জিত বিপ্লব হাইজ্যাক হওয়ার চেষ্টা চলছে - গণসমাবেশে মামুনুল হক
মাগুরা প্রতিনিধি : শাপলা চত্বরে হেফাজত ইসলামের আন্দোলন ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে গণহত্যার বিচারের দাবী এবং নৈরাজ্যবাদ প্রতিরোধে বাংলাদেশ খেলাফত মজলিস মাগুরা জেলা শাখার আয়োজনে মঙ্গলবার সন্ধ্যায় স্থানীয় নোমানী ময়দানে গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে । গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মুহাম্মাদ মামনুল হক বলেন,২০২৪ সালের ৫ই আগষ্ট ছাত্র বিপ্লবের তীব্র আন্দোলনের মুখে এদেশ থেকে ফ্যাসিষ্ট সরকারের পতন হয়েছে । আওয়ামী সরকারের ১৫ বছর ধরে এদেশের মানুষের উপর নানা ভাবে অন্যায়,অবিচার,জুলুম,নির্যাতন আর মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেছে। ১৯৭১ সালে দেশ স্বাধীনের পর আওয়ামী সরকার বাকশাল কায়েম করে ১৯৭২ সালে যে মুজিবীয় সংবিধান করেছিল, তা ছিল জনগণের অধিকার হরনের। তাই এ সংবিধান দ্রুত বাতিল করতে হবে। শেখ হাসিনাকে অত্যাচারী শাসক উল্লেক করে তিনি আরো বলেন,শেখ হাসিনা ৫০ বছর ধরে এদেশের জনগণের উপর প্রতিশোধের রাজনীতি করেছেন । দেশের ইসলামী দলকে ধ্বংস করতে তিনি নানা ধরণের যড়যন্ত্রে লিপ্ত ছিলেন। আবু সাঈদ ,মুগ্ধ আজ দেশের গৌরব। তারাসহ দেশের ছাত্রদের অর্জিত আন্দোলনের ফলে আজ আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। বাংলাদেশের মানুষ আজ স্বাধীনভাবে প্রাণের শ্বাস-প্রশাস নিতে পারছে। কিন্তু দেশে আজ অর্জিত বিপ্লব হাইজ্যাক হওয়ার চেষ্টা চলছে । আজ বাংলাদেশ দুইভাবে বিভক্ত হয়েছে। অভ্যন্তরীন ও আন্তজার্তিক। বর্তমান সরকার অভ্যন্তরীণ কাজে নানা সমস্যায় রয়েছে আর আন্তজার্তিক পর্যায়ে বিদেশী অতিথিদের আপ্যায়নে আমরা ব্যস্ত রয়েছি। এদেশের মানুষের শান্তি ও সমৃদ্ধির জন্য তাই খেলাফত মজলিসের ছায়াতলে আসতে হবে । সকল অশুভ শাক্তিকে ধ্বংস করতে হবে।
গণসমাবেশে মাগুরা জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা মনিরুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন,কেন্দ্রীয় যুগ্ম-মহাসচিব মাওলানা শারাফত হুসাইন, বাংলাদেশ খেলাফত মজলিসের সাংগঠনিক সম্পাদক আবুল হাসানাত জালালি,সহ-বাইতুল মাল সম্পাদক মাওলানা ফজলুল রহমান, বাংলাদেশ খেলাফত যুব মজলিসের ঢাকা মহানগরীর প্রশিক্ষণ সম্পাদক মাওলানা আল আবিদ শাকির ,ঢাকা জেলা উত্তরের সহ-সভাপতি মাওলানা আবুদল আজিজ ও জেলা শাখার সাধারণ সম্পাদক মুফতি মুহিবুল্লাহ। গণসমাবেশে বাংলাদেশ খেলাফত মজলিসের থানা, ইউনিয়ন ও উপজেলার পর্যায়ের খেলাফত কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।