বুধবার ● ১ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » রাজনীতি » মাগুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরায় ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
মাগুরা প্রতিনিধি : মাগুরায় নানা আয়োজনে জাতীয়তাবাদী ছাত্রদলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে গতকাল বুধবার দুপুরে শহরের ইসলামপুর পাড়াস্থ দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। পরে শহরে ছাত্রদল নেতাকর্মীর অংশ গ্রহনে বর্ণাঢ্য র্যালি বের হয়। র্যালিটি শহর প্রদক্ষিণ শেষে ভায়না মোড় জেলা বিএনপি কার্যালয়ে শেষ হয়।
সেখানে জেলা ছাত্রদলের সদ্যসাবেক সভাপতি আব্দুর রহিমের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক আলী আহমেদ। বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক আহসান হাবিব কিশোর, জেলা ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপি নেতা আলমঙ্গীর হোসেন, এ্যাডভোকেট শাহেদ হাসান টগর, পিকুল হোসেন খান, জেলা যুবদলের সভাপতি এ্যাডভোকেট ওয়াশিকুর রহমান কল্লোল, নাজমুল হাসান লিটন, এ্যাডভোকেট তরিকুল ইসলাস কবির, এ্যাডভোকেট শহিদুল ইসলাম রূপক, জেলা ছাত্রদলের সদ্য সাবেক সাধারণ সম্পাদক আবু তাহের সবুজ প্রমুখ।
এছাড়া দলীয় নেতাকর্মীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে মাগুরার শহীদ জেলা ছাত্রদলের জ্যেষ্ঠ যুগ্ম সাধারণ সম্পাদক মেহেদী হাসান রাব্বীর কবর জিয়ারত করেন।