বৃহস্পতিবার ● ২ জানুয়ারী ২০২৫
প্রথম পাতা » বিবিধ » পাইকগাছায় দুইটি ঘর পুড়ে ভস্মীভূত ; লক্ষাধিক টাকার ক্ষতি
পাইকগাছায় দুইটি ঘর পুড়ে ভস্মীভূত ; লক্ষাধিক টাকার ক্ষতি
পাইকগাছায় ভয়াবহ অগ্নিকাণ্ডে দুইটি ঘর পুড়ে ভস্মীভূত হয়েছে। উপজেলার গোপালপুর গ্রামের মোসলেম দফাদারের পুত্র হতদরিদ্র ভ্যান চালক মোঃ আব্দুল জলিল দফাদারের বাড়িতে আগুন লেগে দুইটি ঘরের যাবতীয় মালামাল ও একটি ভ্যান পুড়ে ভস্মীভূত হয়েছে।
জানা যায়, বুধবার রাত আনুমানিক আটটায় বাড়িতে বিদ্যুৎ শর্ট সার্কিট হয়ে আগুন লাগার ঘটনা ঘটেছে। আগুন লাগার সময় তারা কেহ বাড়িতে ছিলো না। জলিল দফাদার জানান, আগুনে পুড়ে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। তার উপার্জনের এক মাত্র উৎস ভ্যানটি গুড়ে যাওয়ায় আয়ের পথ বন্ধ হয়ে গেছে। বর্তমানে তার দুইটি ঘর মেরামত ও একটি ভ্যান ক্রয় করার মত কোন অর্থ তার নেই। এমতাবস্থায় হতদরিদ্র ভ্যান চালক মোঃ আব্দুল জলিল দফাদার বলেন, আমি অত্যান্ত নিরুপায় হয়ে উপজেলা প্রশাসন ও বিত্তবানদের কাছে আর্থিক সহযোগিতা কামনা করছি।